ভারতের কোচ হচ্ছেন না গম্ভীর
গত কদিন ধরেই ভারতীয় ক্রিকেটে আলোচনার হটকেক গৌতম গম্ভীর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের জায়গায় গৌতম গম্ভীরকে কোচ হিসেবে দেখছেন অনেকেই। সম্প্রতি দেশটির ক্রিকেটেভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তার সূত্র ধরে প্রতিবেদনে বলেছে, গম্ভীরের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে বিসিসিআই, কেবল ফাইনাল ঘোষণা বাকি। যাও খুব শীঘ্রই দেওয়া হবে। এমন খবরের পর সবাই প্রায় ধরেই নিয়েছিল ভারতের নতুন কোচ হতে যাচ্ছেন কলকাতাকে সদ্য আইপিএল শিরোপা জেতানো মেন্টর গৌতম গম্ভীর।
তাছাড়া গম্ভীরকে কোচ কারার ব্যাপারে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বিসিসিআই সেক্রেটারি জয় শাহর কথাতেও। কদিন আগেই তিনি জানিয়েছিলেন, অজি কোনো ক্রিকেটারকে কোচ হওয়ার প্রস্তাব দেয়নি বিসিসিআই। ভারতের কোচ হিসেবে এমন কাউকেই তারা চায়, যার ভারতের ক্রিকেট ও সংস্কৃতি সম্পর্কে বেশ ভালো জানাশোনা আছে। এরপর আইপিএলের ফাইনালেও জয় শাহর সঙ্গে কথা বলতে দেখা গেছে গম্ভীরকে।
এমন দৃশ্য দেখার পর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেছিলেন অনেকেই। গম্ভীরকে রোহিত-কোহলিদের কোচ হিসেবে কল্পনা করা শুরু করে দিয়েছেন। তবে গম্ভীরের লক্ষ্যটা যে আপাতত কলকাতা কেন্দ্রিক সেটা জানিয়েছেন তিনি নিজেই।
গম্ভীর তার লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘আমরা এখনও মুম্বাই এবং চেন্নাই থেকে দুটি ট্রফি দূরে আছি। আমি সন্তুষ্ট, তবে আমরা এখনও সবচেয়ে সফল আইপিএল ফ্র্যাঞ্চাইজি নই। এটি করতে, আমাদের আরও তিনবার টুর্নামেন্ট জিততে হবে এবং এর জন্য অনেক প্রচেষ্টার প্রয়োজন হবে। আমাদের পরবর্তী মিশন হল কেকেআরকে আইপিএলের সবচেয়ে সফল দল করা। এরচেয়ে ভাল অনুভূতি আর কিছু হবে না। আমাদের সেই যাত্রা কেবল শুরু হয়েছে।’