মট-বাটলারের চাকরি বাঁচানোর মঞ্চ বিশ্বকাপ

মট-বাটলারের চাকরি বাঁচানোর মঞ্চ বিশ্বকাপ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের কাছে দলটির সমর্থকদের প্রত্যাশা শিরোপা ধরে রাখা। সেই শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে ঘরের মাঠে বর্তমান রানাসআপ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে জশ বাটলারের দল। বিশ্বকাপ সামনে রেখে ম্যানচেস্টার সিটির মনোবিদও নিয়োগ দিয়েছে দলটি। তারও আগে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের ফায়দা লুটতে প্রধান কোচ ম্যাথিউ মটের সহকারী হিসেবে কাইরন পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড।

সব মিলিয়ে প্রস্তুতিটা বিশ্বসেরাদের মতোই নিয়ে রেখেছে ইংল্যান্ড। কেননা, যেকোনো মূলে ভারত বিশ্বকাপের ভরাডুবি কাটিয়ে আসন্ন বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাতে মুখিয়ে দলটি। তা না হলে যে অধিনায়ক বাটলার ও কোচ ম্যাথিউ মটের চাকরি থাকবে না। অর্থাৎ মট-বাটলারের চাকরি বাঁচাতে বিশ্বকাপে দারুণ কিছুই করে দেখাতে হবে ইংল্যান্ডকে। এমনটিই মনে করেন দেশটির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান।

ভারত বিশ্বকাপেও মট-বাটলারের অধিনে খেলেছে ইংল্যান্ড। যদিও সেখানে ভরাডুবি দেখতে হয়েছে ইংল্যান্ডকে। কোনো রকমে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি। তখনই চাকরি যাওয়ার কথা উঠেছিল মট-বাটলারের। তবে শেষ পর্যন্ত তাদেরকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সুযোগ দেয় ইংল্যান্ড। তবে কোনো কারণে আসন্ন বিশ্বকাপে ব্যর্থ হলে যে চাকরিতে টান পড়বে সেটি জানিয়েছেন মরগান।

বলেন, ‘এটি সত্যি যে খুব কাছাকাছি আছে। আর তাছাড়া আমি মনে করি না এটা কঠোর কোনো সিদ্ধান্ত। এমনকি আমি যখন অধিনায়ক ছিলাম এবং ট্রেভর বেলিস কোচ ছিলেন তখনও কাঁধে প্রত্যাশার চাপ ছিল। খেলোয়াড়ের গুণমানের কারণেই সেই প্রত্যাশাটা আসে। আর তাছাড়া সম্পদ, সুবিধার ক্ষেত্রে আমরা বিশ্বের সেরা দেশগুলির মধ্যে একটি। আমরা দুর্দান্ত খেলোয়াড় তৈরি করে থাকি এবং এই স্কোয়াডটিও আলাদা নয়। আমার মনে হয় না ভরত বিশ্বকাপে স্কোয়াড আলাদা ছিল। কাজেই আপনার কাজ হলো টুর্নামেন্টে এই দল থেকে সেরাটা বের করে আনা। যদি তারা তা না করতে পারে....।’

সম্পর্কিত খবর