ভারত-পাক ম্যাচের ভেন্যুতে হামলার হুমকি, নিরাপত্তা জোরদার
যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো বসতে যাচ্ছে কোনো ক্রিকেট বিশ্বকাপের আসর। তবে তার ঠিক আগে টুর্নামেন্ট আয়োজকদের ঘুম হারাম। কারণ টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা, ভারত-পাকিস্তানের ম্যাচে যে হামলার হুমকিই দিয়ে বসেছে জঙ্গী গোষ্ঠী!
আগামী ২ জুন (বাংলাদেশ সময়) থেকে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী ৯ জুন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা। তবে সেই ম্যাচটাই এবার পেয়ে বসেছে হামলার হুমকি।
সেই ম্যাচটাকে জঙ্গী গোষ্ঠী আইএসএস সমর্থিত একটি মাধ্যমে হুমকিটা দেওয়া হয়েছিল, জানায় ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। তবে সেসব তেমন আমলে নেননি নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। তার কার্যালয় থেকে বলা হয়, ‘এই মুহূর্তে জননিরাপত্তা নিয়ে বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।’
ক্রিকইনফো জানাচ্ছে, কর্তৃপক্ষ হুমকির প্রতি সমর্থনমূলক এমন কোনো জোরালো প্রমাণ এখনো পায়নি। যার ফলে হুমকিটাকেও তেমন গুরুত্ব দিচ্ছে না। তবে এরপরও নিউইয়র্ক ছাড়াও অন্য ভেন্যুগুলোতেও নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শুধু ভারত-পাকিস্তান ম্যাচটিই অনুষ্ঠিত হবে, বিষয়টা এমন নয়। এই স্টেডিয়ামেই আগামী ১ জুন বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
নিরাপত্তা নিয়ে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, ম্যাচগুলো যেন ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে মাসের পর মাস কাজ করে যাচ্ছে তাঁর প্রশাসন।
তিনি বলেন, ‘আইনের প্রয়োগ, নজরদারি বাড়ানো এবং যাচাই-বাছাই বিবেচনায় নিউইয়র্ক পুলিশকে জানানো হয়েছে নিরাপত্তা বাড়াতে।। জনগণের নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ এবং উপভোগ্য হয়, তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’