যে কোনো দলকে হারানোর ক্ষমতা আছে বাংলাদেশের, বললেন সাকিব
বাংলাদেশের হয়ে বিশ্বকাপে খেলাটা তানজিম হাসান সাকিবের জন্য নতুন কিছু নয় মোটেও। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। এবার বাংলাদেশের হয়ে তিনি খেলবেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যদিও তার দ্বিতীয় বিশ্বকাপ, তবু রোমাঞ্চটা আগের মতোই আছে, জানালেন তিনি।
তিনি আরও জানালেন, বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে তার আশা। যে কোনো দলকে হারিয়ে দেওয়ার মতো রসদও আছে দলের, মনে করেন তিনি।
আজ রেড অ্যান্ড গ্রিন স্টোরিতে তিনি তার মনের কথাগুলো জানান। তিনি বলেন, ‘প্রত্যেকটা প্লেয়ারেরই একটা স্বপ্ন থাকে যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে। ওয়ার্ল্ডকাপ স্কোয়াডে আমি আছি এটা অবশ্যই একটা স্বপ্নের মতো।’
ব্যাটিং হোক কিংবা বোলিং, তার পারফর্ম্যান্স থেকে যেন ঠিকরে বেরিয়ে আসে আত্মবিশ্বাস। ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ওই ফাইনালের কথা মনে আছে? সেদিন একেবারে শুরুর দিকে ভারতীয় ওপেনারকে এক রিটার্ন থ্রোতে জানান দিয়েছিলেন, আমরা ছেড়ে কথা বলব না। সে আত্মবিশ্বাসটাই ছড়িয়ে পড়েছিল পুরো দলে।
তানজিম হাসান সাকিব জানালেন তিনি নিজেকে তৈরিই করেছেন এভাবে। বললেন, ‘এটা শুরু থেকেই ছিল, আমি যখন আন্ডার ১৯ ক্রিকেট খেলি তখন থেকেই আমার টার্গেট ছিল আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলব। কখনো আমার কনফিডেন্স কম কাজ করেনি যে না আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারব না। আমি নিজেকে সেভাবেই রেডি করেছি যে আমার ওখানে যেয়ে ডমিনেট করা লাগবে।’
তার উচ্চতা আর সব পেসারের মতো ৬ ফিট নয়। তবে তিনি তা জয় করেছেন আলাদা স্কিল দিয়ে। তিনি বলেন, ‘পেস বোলার হিসেবে আমার হাইট ছয় ফিট না, ওই হিসাবে আমার আলাদা স্কিল অবশ্যই থাকা লাগবে। আমি চেষ্টা করি বল স্কিড করানোর জন্য যাতে ব্যাটারদের খেলতে একটু ডিফিকাল্টি ফেস করা লাগে। কারণ আমার ওরকম হাইটের এডভান্টেজ নাই তাই আমি চেষ্টা করি বলটা স্কিড এবং কাট করানোর জন্য।’
তিনি নজরে এসেছিলেন ২০২০এর ওই বিশ্বকাপ দিয়ে। দুয়ারে আরও একটা বিশ্বকাপ। এবার তার চোখে লক্ষ্যটা কী? সাকিব জানালেন, ‘বিশ্বকাপ অলওয়েস এক্সাইটেড। সবাই ওখানেই টার্গেট করে থাকে যে আমি ওয়ার্ল্ডকাপে খেলব এবং আমার বেস্টটা দিয়ে আমি যেন দেশকে কিছু দিতে পারি। তো আমারও এটাই ইচ্ছা থাকবে আমি যদি খেলার সুযোগ পাই তাহলে আমার পারফরম্যান্সের মাধ্যমে যেন আমার টিম জয় লাভ করে।’
তিনি জানালেন, দল নিয়ে তার আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, ‘আমি খুবই আত্মবিশাসী আমাদের দলকে নিয়ে। আমাদের টিম মানসিকভাবে খুবই স্ট্রং আছে, আমাদের বন্ডিং খুবই স্ট্রং। আমরা চাইলে যেকোনো টিমকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি ওইদিন মাঠে বেস্টটা দিতে পারে তাহলে কোনো টিম আমদের সামনে ব্যাপার না ইনশাল্লাহ। আমরা যেকোনো টিমকে হারানোর মতো দক্ষতা রাখি।’