সাকিবের যে স্বভাব পছন্দ ‘ছোট সাকিবের’

সাকিবের যে স্বভাব পছন্দ ‘ছোট সাকিবের’

গেল বিশ্বকাপের আগে এশিয়া কাপে বাংলাদেশের হয়ে অভিষেক তানজিম হাসান সাকিবের। তখনই কথা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেটে নতুন সাকিব-যুগের। দেশের ক্রিকেট ইতিহাসের মহীরুহ সাকিব আল হাসান যে একটা বড় সময় ধরে রাজত্ব করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। সাকিব সতীর্থ ‘ছোট সাকিব’ বেশ কিছু দিক থেকে শিখছেন তার পূর্বসূরি থেকে। আজ রেড অ্যান্ড গ্রিন স্টোরিতে দেওয়া সাক্ষাৎকারে সেসব বিষয়ে জানালেন তিনি। 

পরিস্থিতি যেমনই হোক বড় সাকিবের মানসিক দৃঢ়তা থাকে অটল। এই বিষয়ে বহুবার কথাও হয়েছে, সাকিবও দিয়েছেন তার জবাব। সাকিব আল হাসানের চরিত্রের এই দিকটাকে বেশ পছন্দ করেন তানজিম সাকিব।

তিনি বলেন, ‘আমি সাকিব ভাইয়ের মেন্টাল যে টাফনেস টা আছে সেটা আনার চেষ্টা করব। এটা আমার সবসময় ভাল লাগে যে উনি মেন্টালি অনেক টাফ থাকে। যেকোনো সিচুয়েশনকে অনেক শান্তভাবে হ্যান্ডেল করতে পারে। এই জিনিসটা আমি খুব পছন্দ করি।’

তবে দলে কোনো সতীর্থকে বল করতে বেশি ভালো লাগে, সে প্রশ্নের জবাবে অবশ্য ‘ছোট সাকিব’ বললেন তাওহিদ হৃদয়ের কথা। বললেন, ‘তাওহিদ হৃদয় আমার ফেভারিট ব্যাটার। সবসময় আমি তার ব্যাটিং এঞ্জয় করি। তার হিটিংটা আমার খুবই ভালো লাগে। নেটে আমি যখন তাকে বোলিং করি তখন আমার খুবই ভালো লাগে, তার এবং আমার মধ্যে একটা চ্যালেঞ্জিং ভাব কাজ করে।’ 

‘সবসময় তাকে বলি আমাকে ছয় মারেন ছয় মারেন। আমিও সবসময় তাকে একটা চ্যালেঞ্জ দেই, সেও চ্যালেঞ্জ নেয়। আমি খুবই মজা পাই আসলে তার সাথে নেটে বোলিং করে।

সাকিব স্রেফ বোলিং নয়, ব্যাটিং দিয়েও মনোযোগ কেড়েছেন বেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের প্রয়োজন মেটাতে প্রস্তুত তিনি। তার ভাষ্য, ‘লোয়ার অর্ডারে আমি যখন ব্যাটিংয়ে নামি সেটা খেয়াল রাখব টিম যা আমার কাছে আশা করছে সেটা আমি দিতে পারছি কিনা। অথবা আমি যে রোলটা প্লে করব তা কমপ্লিটলি করতে পারব কিনা। আমি যখনই নামি সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাটিং করার চেষ্টা করি।’

সম্পর্কিত খবর