কোহলিও তবে নার্ভাস হন!
সময়ের সেরা তো বটেই সর্বকালের সেরা ব্যাটারদের সংক্ষিপ্ত তালিকাতেও নিশ্চিতভাবে জায়গা পাবেন বিরাট কোহলি। ক্রিকেটের কতশত রেকর্ড যে তার নামের পাশে। সেই কোহলি আরও একটি বিশ্বকাপে নামার অপেক্ষায়। ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোহলি খেলতে নামবেন নিজের নামের পাশে রেকর্ড ১ হাজার ১৪১ রান নিয়ে।
অথচ, সেই কোহলিই কিনা বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে ভীত ছিলেন! সম্প্রতি বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচের সেই মুহূর্তের কথা জানিয়েছেন কোহলি।
ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপে দেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন কোহলি। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। অথচ সেই ম্যাচে নাকি তিনি ভীত ছিলেন।
যা নিয়ে কোহলি বলেন, ‘আমি সেই দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলাম। আমি ভারতীয় ক্রিকেটের সব কিংবদন্তিদের সঙ্গে খেলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি মিথ্যা বলব না আমি ভীত ছিলাম। আর তাছাড়া আপনি যখন বিশ্বকাপ খেলতে নামেন তখন অন্যরকম উত্তেজনা থাকে এবং আমি তা অনুভব করতে পারি।’
অভিষেক ম্যাচে ভীত থাকলেও সেঞ্চুরি তুলে ভারতকে বড় সংগ্রহ পাইয়ে দেন কোহলি। ভীতি কাটিয়ে কীভাবে এমন সেঞ্চুরি করতে পারলেন সেটা জানিয়ে তিনি বলেন, ‘আমি মাঠে নামার আগে কিছুটা নার্ভাস ছিলাম এবং আগের রাতে আমি বেশ নার্ভাস ছিলাম। তবে এটি একটি ভাল লক্ষণ কারণ আপনার শরীর আপনাকে এমন পরিস্থিতিতে প্রবেশ করার জন্য প্রস্তুত করছে যেখানে আপনি সতর্ক আছেন। আমার মনে হয় সেই নার্ভাসনেস আমাকে সচেতন হতে, সতর্ক হতে এবং আমার পরিকল্পনা বাস্তবায়নে সুনির্দিষ্ট হতে সাহায্য করেছিল।’