লামিচানেকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, নেপালে বিক্ষোভ

লামিচানেকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, নেপালে বিক্ষোভ

নেপালের সর্বোচ্চ আদালতের রায়ে গত ১৫ মে ধর্ষণের অভিযোগ থেকে খালাস পান সন্দীপ লামিচানের। স্বপ্ন দেখেন দেশের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। নেপালের প্রাথমিক দলে না থাকলেও তাকে দলে রাখার ব্যাপারে আশাবাদী ছিল দেশটির ক্রিকেট বোর্ড। লামিচানেও নিজেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনও করেছিলেন। যদিও তাকে ভিসা দেয়নি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না লামিচানের।

যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশার কথাও জানিয়েছিলেন লামিচানে। এরপর লামিচানের ভিসা ইস্যুতে নেপালে অবস্থিত মার্কিন দূতাভাসে কথা বলে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও তাতে কাজ হয়নি কিছুই।

পরে এ বিষয়টি সমাধানের আশ্বাস দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। লামিচানের ভিসা জটিলতা সমাধানে মার্কিন দূতাবাসের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মাঝে পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে অনুশীলন শুরু করেন লামিচানে। যদিও শেষ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। লামিচানেকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তে অনড় যুক্তরাষ্ট্র। যার ফলে খেলা হচ্ছে না লামিচানের।

নেপালের ক্রিকটকে এতদূর নিয়ে যাওয়ার পথে অন্যতম বড় ভূমিকা রেখেছেন লামিচানে। লেগ স্পিনে মুগ্ধতা কেড়ে খেলেছেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগ। নেপালের জন্য বয়ে এনেছেন সম্মান। এমন ক্রিকেটারকে ভিসা না দেওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই তাই মানতে পারছে না দেশটির ক্রিকেট প্রেমী সমর্থকরা। নেপালের কাঠমন্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে লামিচানের ভিসা জটিলতা সমাধান চেয়ে বিক্ষোভ করেছে তারা। এখন দেখার বিষয় এতে কোনো কাজ হয় কিনা।

আগামী ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেপাল। এ গ্রুপে নেপালের বাকি তিন প্রতিপক্ষ বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

সম্পর্কিত খবর