দুটি বিশ্বকাপ জিতেও ক্ষুধার্ত রশিদ
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ মিশনে নামবে ইংল্যান্ড দল। স্বাভাবিকভাবেই দলটির কাছে সমর্থকদের প্রত্যাশা শিরোপা জয়। আর সেই প্রত্যাশা পূরণে বড় ভূমিকা রাখতে হবে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আদিল রশিদকে। রশিদ নিজেও বুঝেন সেটা। তাই স্বপ্নটা বড়ই দেখছেন তিনি। বিশ্বকাপের আগে সেই স্বপ্নের কথায় রশিদ জানিয়েছেন তার সমর্থকদের।
ইংল্যান্ডের হয়ে ২০১৯ ওয়ানডে ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন আদিল রশিদ। দুটি বিশ্বকাপ জিতলেও তার সেই শিরোপা জয়ের ক্ষুধাটা কমেনিট একটুও। বরং বেড়েছে বহু গুণে। বিশ্বকাপ জয়ের জন্য কতটা ক্ষুধার্ত তিনি রশিদ জানিয়েছেন সে কথা।
বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা জানিয়ে রশিদ বলেন, ‘যত দিন আমি ফিট আছি উইকেটের জন্য ক্ষুধার্ত থাকব, খেলা চালিয়ে যাব। আমি শুধু দুটি বিশ্বকাপ জিতে সন্তুষ্ট থাকতে চাই না। আমার স্বপ্ন ও লক্ষ্য তিনটি, চারটি কিংবা পাঁচটি বিশ্বকাপ জেতা।’
আদিল রশিদের বর্তমান বয়স ৩৬ পেরিয়েছে। অনেকের মতে এটাই আদিল রশিদের শেষ বিশ্বকাপ। যদিও রশিদ তেমনটি মনে করেন না, ‘মনে রাখতে হবে, ক্যারিয়ারে এমন সুযোগ বারবার আসে না। তাই ইংল্যান্ড যদি মনে করে দলে আমাকে প্রয়োজন, আমি তৈরি আছি। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার আরও পাঁচ বছর লম্বা হতে পারে আবার এক বছরও হতে পারে। তবে আমার লক্ষ্য যত দিন সম্ভব খেলা চালিয়ে যাওয়া।’
সবশেষ ভারত বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আসর শুরু করে শেষমেশ কোনো রকমে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করতে পেরেছিল দলটি। সেই ব্যর্থতা নিয়ে রশিদ বলেন, ‘এ নিয়ে কারও কোনো অভিযোগ নেই। সত্যি কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি এবং আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। আর এটা সম্পূর্ণ ভিন্ন সংস্করণ, দুই বছরের কম সময় আগে আমরা যেটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আমার বিশ্বাস, এবারের দলটা ২০২২ বিশ্বকাপজয়ী দলের চেয়েও শক্তিশালী। এই দলের ১৫ জনই ম্যাচ জেতানো খেলোয়াড়। জোফরা আর্চারের ফেরাটা বড় ব্যাপার।’
বিশ্বকাপের আগে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে ইংল্যান্ড। এরপর সেই সিরিজ শেষে আগামী ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে ইংলিশরা। যেখানে ইংলিশদের লক্ষ্য শিরোপা ধরে রাখা।