এখনই বিদায় বলছেন না সাকিব

এখনই বিদায় বলছেন না সাকিব

মাঠে নামলেই রেকর্ড! সাকিব আল হাসান এখন ক্যারিয়ারের ওই সময়টায় পৌঁছে গেছেন। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামলেই বনে যাবেন টানা নয়টি বিশ্বকাপ খেলা দ্বিতীয় খেলোয়াড়। 

তবে এসব রেকর্ডের মুদ্রার উল্টো পিঠে আরও একটা বিষয় কিন্তু লেখা থাকে, ‘তোমার শেষটা খুব কাছেই’। এবারের বিশ্বকাপের আগেও তাই প্রশ্ন উঠেছিল, এটাই কি সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ? সে প্রশ্ন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও ধেয়ে গিয়েছিল। তবে সেসবের জবাব শান্ত বেশ কূটনৈতিকভাবেই দিয়েছেন।

এবার সাকিব আল হাসান দিলেন আসল জবাবটা। এবারের বিশ্বকাপই তার শেষ নয়। ২০২৬ সালে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপটায়ও খেলতে চান তিনি।

তবে তার আগে জানালেন, ক্যারিয়ারের শুরুতে কখনও ভাবেননি, এত লম্বা সময় ধরে খেলবেন, রেকর্ড গড়বেন। এখন খেলে যখন ফেলেছেনই, বিষয়টা তার মনে ছড়িয়ে দিয়েছে সুখানুভূতি। আজ রেড অ্যান্ড গ্রিন স্টোরিতে তিনি জানালেন বিষয়টা। বললেন, ‘ক্যারিয়ারের শুরুতে ভাবিনি এত দিন খেলব। প্রথম বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত সব বিশ্বকাপে খেলেছি, আমার জন্য এটা গর্বের, একই সঙ্গে আনন্দের; দেশের প্রতিনিধিত্ব করতে পারছি, ভালো লাগাও কাজ করে।’

বিশ্বকাপে নামলেই রেকর্ড গড়ে ফেলবেন সাকিব। তবে যাত্রাটা এখানেই শেষ করতে চান না তিনি, ‘আমি আর রোহিত শর্মা সম্ভবত দুইজন খেলোয়াড় যারা সব বিশ্বকাপ খেলেছে। আশা করব যে আরও একটা বিশ্বকাপ যেন খেলতে পারি।’ 

তবে আপাতত বর্তমানেই থাকছেন সাকিব। জানালেন, দলের হয়ে পারফর্ম করতে চান তিনি। বললেন, ‘তার আগে এই বিশ্বকাপে যেন পারফর্ম্যান্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভালো ফলাফল নিয়ে আসতে পারে।’

সম্পর্কিত খবর