দেয়ালে পিঠ রেখে ঘুরে দাঁড়ানোর নজির আমাদের আছে
সালেক সুফী
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। আজ বলিউড নগরী মুম্বাইতে বাংলাদেশের মরণপণ ম্যাচ টুর্নামেন্টে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এইতো সেদিন এই ওয়াংখের স্টেডিয়ামে শিরোপাধারী ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই বলে বাংলাদেশ আজ উড়ে যাবে বলছি না। যদিও বাংলাদেশ এবারের বিশকাপে এযাবৎ বিবর্ণ, বিপর্যস্ত এবং বিতর্কিত। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের সাফল্যের ইতিহাস আছে।
২০০৭ ,২০১৯ দু’বার আমরা বিশ্বকাপে হারিয়েছি তাদের। এইতো কিছু দিন আগেও বাংলাদেশ পূর্ণ শক্তির দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে ওদের মাঠেই দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। জানি বাংলাদেশ এখন অগোছালো হতশ্রী একটি দল। তবুও আজ যদি সাকিব দলে ফিরে, যদি জুনিয়র তামিম আবারো জলে ওঠে আজ, যদি লিটনের সঙ্গে বড় একটা জুটি হয়, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ এর। যদি ব্যাটিং করে শান্ত, মুশফিক, সাকিব, রিয়াদ, তৌহিদ হৃদয় ও মেহেদী মিরাজ। যদি আজ বাংলাদেশের স্পিনাররা ওদের চেপে ধরতে পারে?
দেখুন কত যদি, কিন্তু সমাহারে জয়ের কথা বলছি। খেলাটার নাম যেহেতু ক্রিকেট আর সামনে যেহেতু চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা হতেও পারে অঘটন।
আজ যদি বাংলাদেশ হেরে যায় শুধু যে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন হাওয়ায় উড়ে যাবে তাই নয়, হতাশ দলটি এবার আর একটি ম্যাচেও না জেতার সম্ভাবনা প্রবল হবে।
আমরা ভাটির দেশের মানুষ। নদী ভাঙা দেখেছি কাছে থেকে। মুক্তিযুদ্ধের প্রজন্ম বলে ঝরা পালকের ধ্বংস স্তূপে নতুন করে ঘর বাধার স্বপ্ন দেখি। না হয় হেরেছি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারতের কাছে বড় ব্যবধানে। দেয়ালে পিঠ রেখে ঘুরে দাঁড়ানোর নজির আমাদের আছে। আমাদের প্রয়োজন একটিমাত্র জয়। সেই জয়টি আজ আসলে বাংলাদেশ বদলে যাবে দিব্বি দিয়ে বলছি। আমাদের ১১ রয়েল বেঙ্গল টাইগার আজ গর্জে উঠুক মহা হুংকারে। হারলেও বাংলাদেশ জিতলেও।
সালেক সুফী, অস্ট্রেলিয়া প্রবাসী জ্বালানি বিশেষজ্ঞ ও ক্রিকেট বিশ্লেষক