সাকিবের ‘সেকেন্ড হোম’ কি বাংলাদেশেরও ‘হোম’?

সাকিবের ‘সেকেন্ড হোম’ কি বাংলাদেশেরও ‘হোম’?

সাকিব আল হাসান বাংলাদেশের হলেও শেষ এক দশকে যুক্তরাষ্ট্র বনে গেছে তার দ্বিতীয় ঘর। সুযোগ পেলেই ছুটে যান যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে। সেই যুক্তরাষ্ট্রেই এবার বিশ্বকাপের আসর বসছে। 

নিজের ‘সেকেন্ড হোম’ যুক্তরাষ্ট্র, দলও সে সুবিধাটা পাবে কি না, তা নিয়ে খানিকটা রসাত্মক একটা প্রশ্ন আজ ছুটে গিয়েছিল সাকিবের কাছে। তার জবাবটা অবশ্য সাকিব দিয়েছেন বেশ সিরিয়াস ভাবেই। জানিয়েছেন, সেখানে বাংলাদেশ সুবিধা পাবে ভালোভাবেই। 

তিনি বললেন, ‘যুক্তরাষ্ট্র আমার ‘সেকেন্ড হোম’ ঠিক আছে, কিন্তু দল ‘হোম অ্যাডভান্টেজ’টা পাবে কি না, তা বলা মুশকিল। তবে আমার মনে হয় পাবে।’

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের জন্য সুখস্মৃতির একটা জায়গা। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ, ২০০৯ সালের উইন্ডিজ সফর বাংলাদেশের ক্রিকেট রূপকথারই অংশ হয়ে গেছে। সেখানকার খানিকটা মন্থর উইকেট দলের খেলার ধরনের সঙ্গেও যায় বেশ ভালোভাবে। সাকিব জানালেন, সে কারণেই বাংলাদেশ সেখানে বেশ ভালো করার সম্ভাবনা আছে। তার ভাষ্য, ‘ওয়েস্ট ইন্ডিজে সব সময়ই আমরা ফেভার পাই, কারণ ওখানকার পিচগুলো আমাদেরই মতো অনেকটা।’

যুক্তরাষ্ট্রও বাংলাদেশের কাছে নতুন কিছু নয়। বাংলাদেশ ২০১৮ সালের সফরে যুক্তরাষ্ট্রেও সিরিজ জিতেছিল উইন্ডিজের বিপক্ষে। ফলে সব মিলিয়ে জায়গাটা বেশ চেনা বাংলাদেশের। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা আগে খেলেছি, ফ্লোরিডায় যখন খেলেছি, দল ভালো খেলেছে। আমার মনে হয় দুই জায়গাতেই আমরা অ্যাডভান্টেজ পাব।’

সম্পর্কিত খবর