ক্রিকেট না সংসদ, সাকিবের চোখে কোনটা কঠিন?

ক্রিকেট না সংসদ, সাকিবের চোখে কোনটা কঠিন?

একই অঙ্গে কত রূপ! সাকিব আল হাসানকে দেখলে যেন তাই মনে হয়। ক্রিকেটার তো তিনি বটেই, ব্যবসায়ী, বিভিন্ন পণ্যের দূতিয়ালীও করতেন। তবে চলতি বছর তার নামের পাশে যোগ হয়েছে আরও একটা পরিচয়। তিনি এখন দ্বাদশ জাতীয় সংসদের একজন সদস্যও। 

তবে ভিন্ন ভিন্ন পরিচয়ের মাঝে ভারসাম্য রাখার কৌশলটা সাকিব রপ্ত করে ফেলেছেন বহু আগেই। এখনও তাই সবকিছুর মধ্যে ভারসাম্য রেখে তবেই এগোচ্ছেন সামনে।

তবু সাকিবের কাছে কি কোনো পরিচয়ের ভারটা একটু বেশি মনে হয়? কোনো কাজ কঠিন মনে হয়? রেড অ্যান্ড গ্রিন স্টোরিতে আজ সাকিব আল হাসানের কাছে ধেয়ে গিয়েছিল এমনই এক প্রশ্ন।

তার জবাবটাও তিনি দিয়েছেন অকপটে। জানিয়েছেন সংসদ সদস্যের কাজটা বেশি কঠিন। তিনি বলেন, ‘আমার জন্য সংসদ সদস্যের কাজটা কঠিন, যেহেতু আমার জন্য বিষয়টা নতুন।’

ছেলেবেলা, কৈশোরকাল কেটেছে তার বিকেএসপিতে। সেখানে ক্রিকেটই ছিল তার ধ্যানজ্ঞান। মূলত সে কারণেই ক্রিকেটটাকে সবচেয়ে বেশি সহজ মনে হয় তার কাছে। সংসদটা নতুন বলেই কাজটাকে কঠিন লাগে তার।

সাকিব বলেন, ‘ক্রিকেট যেহেতু শুরু থেকে খেলে এসেছি, খেলাটায় আমার স্বাচ্ছন্দ্যবোধ বেশি হয়। ছোট বেলা থেকেই ক্রিকেটের সঙ্গে জড়িত। তো আমাকে যদি বলেন কোন কাজটা কঠিন, আমি বলব সংসদ সদস্যের কাজটাই কঠিন।’ 

সম্পর্কিত খবর