শিরোপা পুনরুদ্ধার করতে পারবে অস্ট্রেলিয়া?

শিরোপা পুনরুদ্ধার করতে পারবে অস্ট্রেলিয়া?

অস্ট্রেলিয়া ঘরের মাঠে গত আসরে নিজেদের সেরাটা দিতে পারেনি। ‘সুপার টুয়েলভ’ থেকে বিদায় নিতে হয়েছিল অজিদের। অস্ট্রেলিয়ার মাটিতে উৎসব করেছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। তবে এর আগের বছর শিরোপা নিজেদের ঘরেই তুলেছিল অজিরা।

ক্রিকেটের অন্য যেকোনো বিশ্ব আসরের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফেবারিট তকমা সেঁটে থাকবে তাদের গায়ে। সদ্যসমাপ্ত আইপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। বিশেষভাবে বলতে হবে ওপেনার ট্র্যাভিস হেডের কথা। সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে তুলতে যার ব্যাটে ফি ম্যাচে ঝড় উঠেছে।

এছাড়া মিচেল স্টার্কও আইপিএলের শেষদিকে দারুণ দাপটে ফর্মে ফিরেছেন। প্যার কামিন্স-মার্কা স্টয়নিসরাও পিছিয়ে ছিলেন না।

বিশ্বকাপে গ্রুপ পর্বে হয়ত বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না তাদের। তবে গ্রুপ পর্ব পার করতে পারলেই শুরু হবে অস্ট্রেলিয়ার আসল চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে উতরে যেতে পারলে এক মৌসুম পর আবার শিরোপা উঁচিয়ে ধরতে পারে মিচেল মার্শের দল।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন ও নাথান এলিস

গ্রুপ পর্বের ম্যাচ সূচি

অস্ট্রেলিয়া-ওমান

৬ জুন, ভোর সাড়ে ৬টা

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

৮ জুন, রাত ১১টা

অস্ট্রেলিয়া-নামিবিয়া

১২ জুন, ভোর সাড়ে ৬টা

অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড

১৬ জুন, ভোর সাড়ে ৬টা

সম্পর্কিত খবর