শিরোপা ধরে রাখার মিশন ইংল্যান্ডের

শিরোপা ধরে রাখার মিশন ইংল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০১০ সালে প্রথমবার এই টুর্নামেন্টের শিরোপা জেতার এক যুগ পর ২০২২ সালে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরা দেয় তাদের। টানা দ্বিতীয়বার এই শিরোপা জেতার সামর্থ্য কি ইংল্যান্ডের রয়েছে?

এক শব্দে উত্তর, হ্যাঁ। গতবারের শিরোপাজয়ী দলের থেকে খুব বেশি পরিবর্তন আসেন ইংল্যান্ড দলে। উল্টো পেসার জফরা আর্চার দলে আসায় বোলিং বিভাগের শক্তি বহুগুণ বেড়েছে। অধিনায়ক জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকসরা আইপিএল মাতিয়ে নিজেদের প্রস্তুতি সেরেছেন।

অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডকেও হয়ত গ্রুপ পর্বে বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না। সুপার এইটে উঠতে পারলে তবেই ট্রফি ধরে রাখার মিশনে আসল অভিযান শুরু হবে তাদের। সে লক্ষ্যে সফল হওয়ার মতো যথেষ্ট রসদ যে তাদের তূণে রয়েছে, তা বলাই বাহুল্য।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল

জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি এবং মার্ক উড

গ্রুপ পর্বের ম্যাচ সূচি

ইংল্যান্ড-স্কটল্যান্ড

৪ জুন, রাত সাড়ে ৮টা

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

৮ জুন, রাত ১১টা

ইংল্যান্ড-ওমান

১৪ জুন রাত ১টা

ইংল্যান্ড-নামিবিয়া

১৫ জুন, রাত ১১টা 

সম্পর্কিত খবর