বাংলাদেশের বিপক্ষে হারা উচিত হয়নি মনে করেন নবী

বাংলাদেশের বিপক্ষে হারা উচিত হয়নি মনে করেন নবী

বাংলাদেশের বিপক্ষে হেরেই বিশ্বকাপ মিশন শুরু করেছিল আফগানিস্তান। এরপর ভারত ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে পাত্তা না পেলেও অঘটন ঘটিয়ে হারিয়ে দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এবার পঞ্চম ম্যাচে এসে দলটি দাপুটে জয় তুলেছে পাকিস্তানের বিপক্ষে। এমন জয়ের পর সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে আফগানরা।

আর সে পথে বাংলাদেশের বিপক্ষে হারটাই আফগানদের শেষ পর্যন্ত ভোগাতে পারে বলে মনে করেন দলটির তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী। তার মতে কোনোভাবেই বাংলাদেশের বিপক্ষে হারা উচিত হয়নি আফগানদের।

পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের এই জয়টা যে আফগানদের জন্য দারুণ কিছু। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি পথে তাদের আত্মবিশ্বাসী করবে সেটা স্বীকার করছেন নবী, ‘পুরো আফগানিস্তানের জন্যই এটি অনেক বড় মুহূর্ত। আমরা পাকিস্তানের বিরুদ্ধে আটটি ম্যাচ খেলেছি। এর মধ্যে একমাত্র জয়টি বড় ইভেন্টে। এটি একটি সুন্দর মুহূর্ত। আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, এখন পাকিস্তানকে। দল এখন আত্মবিশ্বাসী।’

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেলেও প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারের প্রসজ্ঞ টেনে এনে আফসোস করেছেন নবী, ‘বাংলাদেশের বিপক্ষে হারা আমাদের উচিত হয়নি। কিন্তু এখন আমরা টুর্নামেন্টের মাঝপথে। এখনো সেমিফাইনাল সম্ভব। আমরা চেন্নাইতে যেমন সমর্থন পেয়েছি, আশাকরি পুনেতেও পাব।’

বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে আফগানরা। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান ৬ নম্বরে। হাতে বাকি এখনও চার ম্যাচ। সেখানে দারুণ কিছু করে দেখিয়ে সেমিফাইনালের টিকিট কাটতে মুখিয়ে আছে তারা। বিশ্বকাপে আফগানদের পরের ম্যাচ আগামী ৩০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। যারা এখন পর্যন্ত টুর্নামেন্টে জয় পেয়েছে কেবল একটি।

সম্পর্কিত খবর