অস্তিত্বের জানান দিতে আসছে ওমান
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এর আগেও দুইবার চড়েছে ওমান। দুইবারই প্রথম রাউন্ডে সাঙ্গ হয়েছে তাদের মিশন। তৃতীয়বারের প্রচেষ্টায় কি কোনো চমক দেখাতে পারবে ওমান?
এই প্রশ্নের উত্তর সময়ই দিয়ে দেবে। তবে বড় কোনো চমক দেখানো যে সহজ হবে না, সেটা বলে দেয়াই যায়। গ্রুপ ‘বি’তে তাদের সঙ্গী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দুই জায়ান্ট। এছাড়া নামিবিয়া এবং স্কটল্যান্ডকেও গ্রুপসঙ্গী হিসেবে পাচ্ছে তারা।
৩ জুন নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটায় ইতিবাচক ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। ইতিপূর্বে দুইবার নামিবিয়াকে হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের। তাই এই ম্যাচটি জয় দিয়ে শুরু করতে পারলে অন্তত সম্মানজনক অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করার সম্ভাবনা থাকবে তাদের সামনে।
দলটির সবচেয়ে বড় অস্ত্র অধিনায়ক সাকিব ইলিয়াস। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের আশা-ভরসার কেন্দ্রে এই অলরাউন্ডার। এছাড়া সাবেক অধিনায়ক এবং অভিজ্ঞ জিশান মাকসুদও বিশ্বকাপে দলের বড় নির্ভরতার জায়গা হতে পারেন।
বিশ্বকাপে ওমান দল
আকিব ইলয়াস (অধিনায়ক), প্রতীক আথাভালে, মেহরান খান, খালিদ কাইল, নাসিম খুশি, কশ্যপ প্রজাপতি, শোয়েব খান, জিশান মাকসুদ, মোহাম্মদ নাদিম, আয়ান খান, বিলাল খান, ফাইয়াজ বাট, শাকিল আহমেদ, কলিমউল্লাহ ও রাফিউল্লাহ
গ্রুপ পর্বের ম্যাচ সূচি
ওমান-নামিবিয়া
৩ জুন, ভোর সাড়ে ৬টা
ওমান-অস্ট্রেলিয়া
৬ জুন, ভোর সাড়ে ৬টা
ওমান-স্কটল্যান্ড
৯ জুন, রাত ১১টা
ওমান-ইংল্যান্ড
১৪ জুন, রাত ১টা