ক্ষুধার্ত সিংহরা পেতে চায় বিশ্বকাপের স্বাদ
সাম্প্রতিক সময়ে ক্রিকেটে তেমন কোনো সাফল্য নেই শ্রীলঙ্কার। বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালের তালিকাতেও দলটিকে রাখার সাহস দেখায় না কেউ। অথচ এক সময় প্রায় নিয়মিতই বিশ্বকাপের সেমিফাইনাল খেলত শ্রীলঙ্কা। অথচ, সেই লঙ্কানদের ২০২২ এশিয়া কাপ জয় ছাড়া সম্প্রতি ক্রিকেটে তেমন কোনো সাফল্য নেই। দিনে দিনে কেবল শিরোপার ক্ষুধাটাই বেড়েছে সিংহদের। যেই ক্ষুধা মেটাতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হুঙ্কার দিতে মরিয়া দলটি।
এবারের বিশ্বকাপে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। যিনি আবার সদ্যই টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডারের মুকুট মাথায় পরেছেন। তাই ব্যাটে বলে লঙ্কানদের সামনে থেকেই নেতৃত্ব দেবেন তিনি। তাছাড়া অভিজ্ঞতা ও তারুণ্যের মিশলে এক ঝাঁক অলরাউন্ডার নিয়ে দল গড়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে লঙ্কানদের ট্রাম্পকার্ড হতে পারেন আগ্রাসী ব্যাটার কুসল মেন্ডিস ও পেসার মাথিশা পাথিরানা। যারা নাকি নিজেদের দিনে যে কোনো দলকেই চমকে দেওয়ার সামর্থ্য রাখে।
যদিও ক্রিকেটের এই ফরম্যাটে শ্রীলঙ্কার উত্থানটা ছিল বেশ চমকপ্রদ। ২০১০ সেমিফাইনাল খেলার পর ২০১২ সালে ফাইনাল খেলে দলটি। যদিও সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারতে হয়েছিল তাদের। তবে পরেরবার ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই হতাশা ভুলেছিল দলটি। এবার তাই সেই শিরোপার সংখ্যাটা দুইয়ে উন্নীত করতে মুখিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিশ্বকাপ সূচি:
তারিখ প্রতিপক্ষ সময়
৩ জুন দক্ষিণ আফ্রিকা রাত ৮টা ৩০ মিনিট
৮ জুন বাংলাদেশ ভোর ৬টা ৩০ মিনিট
১২ জুন নেপাল ভোর ৫টা ৩০ মিনিট
১৭ জুন নেদারল্যান্ডস ভোর ৬টা ৩০ মিনিট
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুসাল মেন্ডিস, পথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থেকশানা, দুনিথ ভাল্লালাগে, দুশমান্থা চামেরা, নুশান তুষারা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা।
ভ্রমণ রিজার্ভ: অসিথা ফার্নান্দো, বিজয়কান্ত ভিয়াস্কান্ত, ভানুকা রাজাপাকসে, এবং জেনিথ লিয়ানাগে