পাকিস্তানের আপসেটের কারণ হবে আয়ারল্যান্ড!

পাকিস্তানের আপসেটের কারণ হবে আয়ারল্যান্ড!

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে পাকিস্তান। উদ্দেশ্য ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে সেরা সাফল্য পাওয়া। পাকিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে বিশ্বকাপ মিশনে নামার আগে দলটিকে নিয়ে হতাশার কথা জানিয়েছে ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। তার মতে, গ্রুপপর্বে পাকিস্তানের আপসেটের কারণ হয়ে দাঁড়াতে পারে আয়ারল্যান্ড।

বড় মঞ্চে পাকিস্তানের এমন আপসেটের শিকার হওয়া অবশ্য নতুন কোনো ঘটনা নয়। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপপর্বে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল পাকিস্তান। তারও আগে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে এই আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে আপসেটের শিকার হওয়ার ঘটনাও আছে পাকিস্তানের। তাই পাকিস্তান যে এবারও আপসেটের শিকার হবে না তেমনটি বলা যাচ্ছে না। উথাপ্পাতো অনেকটা জোড় গলাতেই আয়ারল্যান্ডকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাজি ধরে বসলেন।

আয়ারল্যান্ডের শক্তিমত্তা নিয়ে বিশ্লেষণ করে তিনি বলেন, ‘দুই ওপেনার বালবার্নি এবং স্টার্লিং উচ্চ মানের খেলোয়াড়। আমি মনে করি স্টার্লিং এমন একজন যাকে বেশ আন্ডাররেট করা হয়। সে সারা বিশ্বে লিগ ক্রিকেট খেলে। আপনি যদি তাদের ব্যাটিং অর্ডার দেখেন, তাহলে দেখবেন তারা কত শক্তিশালী। তাদের বোলিং আক্রমণও বেশ ভালো। জোশ লিটল আক্রমণের নেতৃত্ব দেন। সে শুধুমাত্র আয়ারল্যান্ডেই নয় আইপিএলেও খুব চিত্তাকর্ষক ছিলেন। সেও সারা বিশ্বে লিগ খেলে। এছাড়া কার্টিস ক্যাম্পার ও মার্ক অ্যাডায়ার রয়েছেন যারা সত্যিই খুব ভাল করেছেন।’

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি হবে আগামী ১৬ জুন। যেই ম্যাচে উথাপ্পা এগিয়ে রাখছেন আয়ারল্যান্ডকে। তার মতে, গ্রুপপর্বে পাকিস্তানকে চমকে দিতে পারে আয়ারল্যান্ড।

পাকিস্তান দলকে নিয়ে উথাপ্পা বলেন, ‘পাকিস্তান সেই দলগুলির মধ্যে একটি যারা আইসিসি টুর্নামেন্টে সবসময় কারো দ্বারা আপসেটের কারণ হয়। এবারও তেমন একটি দল রয়েছে। তাদের ফিল্ডিং সব সময়েই কিছুটা দুর্বলতার জায়গা। সর্বশেষ এশিয়া কাপেও আমরা তা দেখেছি। এই সময়ের মধ্যে তারা সেটি কাটিয়ে উঠতে পেরেছে বলে মনে হয় না। এবারও এমন একটি ম্যাচ হতে পারে যেখানে তাদের শরীর চলতে চাইবে না। আমার তো মনে হয় আয়ারল্যান্ড অবশ্যই তাদের আপসেটের কারণ হতে চলেছে।’

এবারের বিশ্বকাপে গ্রুপ এ তে পরেছে পাকিস্তান। এ গ্রুপে তাদের সঙ্গে আছে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। এরপর ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

সম্পর্কিত খবর