বিশ্বমঞ্চে স্কটিশদের সামর্থ্য প্রমাণের সুযোগ
একসময় ক্রিকেট দুনিয়ায় স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের নাম একসঙ্গে উচ্চারিত হত। আইসিসির সহযোগী দেশগুলোর এই তিন দেশ ক্রিকেটাঙ্গনে নিজেদের স্থান পাকাপোক্ত করতে সচেষ্ট ছিল।
আয়ারল্যান্ড এরই মধ্যে আইসিসির পূর্ণ সদস্য হয়েছে, পেয়েছে টেস্ট মর্যাদা। নেদারল্যান্ডস এখনো সহযোগী সদস্য হলেও বিশ্ব আসরগুলোয় নিয়মিত অংশ নিচ্ছে। বড় দলগুলোর চোখে চোখ রেখে খেলছে।
কিন্তু আয়ারল্যান্ড বা নেদারাল্যান্ডসের সঙ্গে পাল্ল দিয়ে পেরে উঠছে না স্কটল্যান্ড। দীর্ঘ সময় ধরে আইসিসির সহযোগী সদস্য হিসেবে খেললেও অন্য দুই দেশের মতো এখনো নিজেদের পরিচিতি গড়ে তুলতে পারেনি দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার অংশ নিলেও সফলতার গল্প নেই বললেই চলে। ২০২১ সালে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারাই সর্বোচ্চ অর্জন।
এবার বাছাইপর্ব পেরিয়ে মূল আসরের দেখা পেয়েছে রিচি বেরিংটনের দল। গ্রুপ ‘বি’তে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দুই বিশ্বচ্যাম্পিয়ন। এছাড়া নামিবিয়া এবং ওমানের মতো দুই চ্যালেঞ্জিং প্রতিপক্ষেরও মোকাবিলা করতে হবে তাদের।
মূল আসরে তাদের বড় অস্ত্র হতে পারেন স্পিনার মার্ক ওয়াট। বেশ কিছুদিন ধরেই স্কটিশদের বোলিং বিভাগের সবচেয়ে নির্ভরযোগ্য নাম তিনি। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে স্কটল্যান্ডের তুরুপের তাস হতে পারেন ওয়াট।
স্কটল্যান্ডের বিশ্বকাপ দল
রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, ব্র্যাড কারি, ক্রিস গ্রিভস, ওলি হেয়ারস, জ্যাক জারভিস, মাইকেল জোনস, মাইকেল লিস্ক, ব্র্যান্ডন ম্যাকমালেন, জর্জ মানসি, সাফয়ান শারিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট ও ব্র্যাড হুইল
গ্রুপ পর্বের ম্যাচ সূচি
স্কটল্যান্ড-ইংল্যান্ড
৪ জুন, রাত ৮টা
স্কটল্যান্ড-নামিবিয়া
৭ জুন, রাত ১টা
স্কটল্যান্ড-ওমান
৯ জুন, রাত ১১টা
স্কটল্যান্ড-অস্ট্রেলিয়া
১৬ জুন, ভোর সাড়ে ৬টা