বাংলাদেশের বিশ্বকাপ জয়ের কারিগরকে ফেরাল বিসিবি

বাংলাদেশের বিশ্বকাপ জয়ের কারিগরকে ফেরাল বিসিবি

সিনিয়র পর্যায়ে কোনো বহুজাতিক টুর্নামেন্ট জিততে পারেনি বাংলাদেশ। তাই বলে বিসিবির ট্রফিকেস অবশ্য খালি পড়ে নেই। বাংলাদেশ বয়সভিত্তিক পর্যায়ে সাফল্য পেয়েছে একাধিক। তবে তার মধ্যে সবচেয়ে বড় সাফল্যটা পেয়েছিল ২০২০ সালে। সে বছর দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল আকবর আলীর দল। সেটাই এখন পর্যন্ত যে কোনো পর্যায়ে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। 

সেই সাফল্যের রূপকার ছিলেন কোচ মোহাম্মদ নাভিদ নাওয়াজ। তার অধীনেই আকবর, শরিফুল ইসলাম, তানজিম সাকিবরা জিতেছিলেন আইসিসি অ-১৯ ক্রিকেট বিশ্বকাপ শিরোপা। সেই কোচকেই আবার অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব দিয়ে ফেরাল বিসিবি। 

শুধু অ-১৯ দল নয় অবশ্য। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে থাকা বয়সভিত্তিক সব দলের ব্যাটিং কনসাল্ট্যান্টের দায়িত্বটাও পালন করতে হবে তাকে। 

তার বিষয়ে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘নাওয়াজ অভিজ্ঞ ও এই ভূমিকায় দক্ষ। বাংলাদেশ ক্রিকেট সেট আপের সঙ্গে এর আগেও এক মেয়াদে ছিলেন তিনি। তার প্রথম শুরু হয়েছিল ২০১৮ সালের জুলাইয়ে। তখন তিনি অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ ছিলেন। তার অধীনেই বাংলাদেশ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার দায়িত্বটা দুই বছরের। চলতি বছরের জুলাই থেকে শুরু হবে তার মেয়াদ। যা টিকবে আগামী ২০২৬ সালের জুনের শেষ পর্যন্ত।

সম্পর্কিত খবর