শেষ মুহুর্তের প্রস্তুতিতে বাংলাদেশের সামনে ভারত

শেষ মুহুর্তের প্রস্তুতিতে বাংলাদেশের সামনে ভারত

বিশ্বকাপের আর এক দিনও বাকি নেই। ঠিক এই সময় এসে বাংলাদেশ নামছে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে। আজ তাদের প্রতিপক্ষ ভারত, যারা এবারের টুর্নামেন্টে যাচ্ছে শিরোপায় লক্ষ্য নিয়ে। 

বাংলাদেশ ক্রিকেটের আবহাওয়া শেষ অনেক দিন ধরেই মেঘলা। মাঠে-মাঠের বাইরের নানান ঝামেলা দলকে এলোমেলো করে দিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। যার চূড়ান্ত রূপটা দেখা মিলেছে এবারের বিশ্বকাপ সফরের শুরুতে। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের একটাও ছিল তাদের বিপক্ষে। যদিও বৃষ্টিতে ভেসে গেছে সেটা।

আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যে দল মাত্র আইপিএল খেলে এসেছে, দলের কম-বেশি সবাই আছে ফর্মে। তাদের বিপক্ষে ম্যাচ মানে বিশ্বকাপের আগে নিজেদের খামতিগুলো আরেকটু ভালো করে সামনে চলে আসা, শেষ সময়ের প্রস্তুতিতে আরও বাড়তি মনোযোগ দেওয়ার সুযোগ পাওয়া। 

নিজেদের অভাবটা ঠিকঠাক জানে বাংলাদেশ। কী সে অভাব(গুলো)? প্রথমটা অতি অবশ্যই টপ অর্ডার, একে তো ব্যাটে রান নেই, আর রান এলেও সেটার স্ট্রাইক রেট নিয়ে ফিসফাস এড়িয়ে যাওয়া দুষ্কর। এরপর আসুন ডেথের বোলিং, মুস্তাফিজুর রহমান সময়ে-অসময়ে ঝলক দেখান বটে, কিন্তু সেটা বেশ অধারাবাহিক, বাকি সবাই প্রায় ডেথ ওভারে একটু কাঁচা। আরও একটা সমস্যা, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং মিলিয়ে ‘কিলার ইনস্টিংক্টের’ অভাব। 

সে অভাবগুলো আজও হয়তো ভোগাবে বাংলাদেশকে। তবে সেটা হলে হোক, প্রস্তুতি ম্যাচের ফলাফলে কী আর এমন আসে যায়? ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের নিউজিল্যান্ড-বধ, ড্যানিয়েল ভেট্টোরিকে তামিম ইকবালের হাঁকানো ছক্কার কথা, কিংবা গেল ওয়ানডে বিশ্বকাপের আগের দুই ম্যাচে বাংলাদেশর ফর্মটাকে কে মনে রেখেছে? রাখবে শুধু বিশ্বকাপের পারফর্ম্যান্স। ফাইন টিউনিং করে সেটাকে ভালো করার চেষ্টায় আজকের ম্যাচটাকে কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও নিশ্চয়ই তাই চাইবে।

সম্পর্কিত খবর