পাকিস্তানের সর্বাঙ্গে ব্যথা
ফেভারিট হিসেবেই ভারত বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। দলটিকে নিয়ে আশার ফানুশ উড়িয়েছিল অনেকেই। সেই দলটির-ই কিনা টুর্নামেন্টের পাঁচ ম্যাচ শেষে যা ইচ্ছে তাই অবস্থা। আফগানদের বিপক্ষে হেরে হ্যাটট্রিক পূর্ণ করেছে বাবর আজমের দল। শঙ্কায় পড়ে গেছে দলটির সেমিফাইনাল খেলা। আত্মবিশ্বাসেও যে বেশ বড় চিড় ধরেছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই বোঝালেন বাবর আজম।
এখন পর্যন্ত বিশ্বকাপে দলের পারফরম্যান্স মূল্যায়ন করে বাবর যা বললেন তার সারমর্ম পাকিস্তানের সর্বাঙ্গে ব্যথা। অর্থাৎ কোনটিই চলছে না ঠিকঠাক। দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে অধিনায়ক বলেন, ‘আমরা সব বিভাগে এক সাথে জ্বলে উঠতে পারছি না। আমরা বোলিংয়ে ভালো করছি তো ব্যাটিং ভালো হচ্ছে না। আবার যখন ব্যাটিংয়ে ভালো করছি তখন ফিল্ডিং খারাপ হয়ে যাচ্ছে।’
আফগানদের বিপক্ষে ৮ উইকেটে হারের ম্যাচে প্রশ্নবিদ্ধ ছিল ক্রিকেটারদের শরীরী ভাষা। ফিল্ডিংয়ে দলের ঘাটতি চোখে পড়েছে প্রায় সবার। যা নিয়ে হচ্ছে সমালোচনা। এসব নিয়ে বাবর বলেন, ‘ফিল্ডিং মানেই মনোভাব। আমি দলের পক্ষ থেকে সেরকম মনোভাব দেখিনি। আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং ফিট থাকতে হবে। আপনার উচিত বলের দিকে ফোকাস করা, অন্য চিন্তা নয়। যখন বল আপনার কাছে আসে তখন একজন ফিল্ডার হিসাবেই আপনাকে সক্রিয় হতে হবে।’
দলের নির্বিষ বোলিং পারফরম্যান্স নিয়ে বাবর বলেন, ‘বোলিংয়ে, আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আপনি যখন আপনার ইচ্ছামত লেংথে বল করতে পারবেন না তখন বাউন্ডারি হবে। আর তখন আপনার ফোকাস রান থামানোর দিকে চলে যাবে। আর আপনি ভুল করতে থাকবেন। যা আপনাকে চাপে রাখবে। এখানে, বোলারদের ভুল খুবই কম। আপনি যদি স্টাম্প থেকে একটু দূরে বল করেন, তবে আপনি মার খাবেন। আমাদের এখানেই উন্নতির একটু অভাব রয়েছে। আমরা স্টাম্পে বল করতে পারছি না।’
টানা হারায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাবরকে। অধিনায়কত্ব নিয়ে কোনো চাপ বোধ করছেন কি-না এমন প্রশ্নে বাবর বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমার উপর বা আমার ব্যাটিংয়ের উপর খুব বেশি চাপ নেই। ব্যাটিংয়ের সময় আমি সর্বদা আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। ফিল্ডিংয়ের সময়, আমি অধিনায়কত্বের কথা চিন্তা করি এবং ব্যাটিংয়ের সময় আমি শুধু ব্যাটিং নিয়ে চিন্তা করি। আমার দলের জন্য কিভাবে রান করা উচিত।’