শর্তসাপেক্ষে প্রথম ম্যাচে খেলবেন মার্শ
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক বনে গেছেন মিচেল মার্শ। তবে তার ফিটনেস নিয়ে শঙ্কা ছিল কাল পর্যন্ত। সে শঙ্কার কালো মেঘ কেটে গেছে অবশেষে। প্রথম ম্যাচে খেলবেন মার্শ। তবে তার সামনে একটা শর্ত ঝুলিয়ে দিয়েছে অজিদের মেডিক্যাল দল। প্রথম ম্যাচেই বোলিং করতে পারবেন না তিনি, জানিয়েছেন কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড।
গেল এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে হ্যামস্ট্রিং চোট নিয়ে ফিরে যান মার্শ। এরপর ফিরে এসেছেন বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে। ত্রিনিদাদে ওই দুই ম্যাচেও অবশ্য পুরো সময় ফিল্ডিং করেননি। বোলিং তো নয়ই, কবে তিনি বোলিংয়ে ফিরবেন, তা নিয়েও আছে ধোঁয়াশা।
তবে প্রথম ম্যাচে খেলা নিয়ে তার কোনো শঙ্কা নেই, জানালেন ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে আমরা মিচকে (মার্শ) দেখতে চেয়েছি তার শরীরটা এখন কেমন আছে। সে তুলনামূলক বেশি ওভার ফিল্ডিং করেছে, অনেক বেশি স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পেরেছে। তাতে তার আত্মবিশ্বাসও বেড়েছে। দেখে মনে হচ্ছে প্রথম ম্যাচে মাঠে নামতে সে প্রস্তুত।’
তবে বোলিংয়ে এখনই ফিরতে পারবেন না মার্শ। ম্যাকডোনাল্ডের কথা, ‘দ্বিতীয় অংশটা হচ্ছে বোলিং। সে কবে বোলিংয়ে ঠিকঠাক ফিরতে পারবে, তা দেখার বিষয়। তবে সেটা প্রথম ম্যাচেই হচ্ছে না।’
তার প্রয়োজন পড়ার সম্ভাবনাও অবশ্য কম। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে খেলবে ওমানের বিপক্ষে। আগামী ৬ জুনের ওই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।