বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যত আয়োজন

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যত আয়োজন

আগামীকাল ২ জুন পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। বাংলাদেশ সময় রবিবার সকালে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ।

যেকোনো বিশ্বকাপের আগেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা এবং আয়োজন। জমকালো সব আয়োজনের মাধ্যমেই মাঠে গড়ায় এই অনুষ্ঠান। এবারও তেমনটাই আশা করে আছে দর্শকরা।

বাংলাদেশ সময় ২ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। দক্ষিণ আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চল গায়ানায় হবে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে কি কি আয়োজন থাকছে এ সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও কাদের পারফরম্যান্স থাকবে এ বিষয়ে জানা গেছে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ডেভিড রাডার, রবি বি, এরফান আলভেস ও আল্ট্রার মতো ডিজেরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টারের তালিকাভূক্ত সকল টেলিভিশন চ্যানেলগুলোতেই দেখা যাবে এই অনুষ্ঠান। যেমন স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টস। এছাড়াও আইসিসি.টিভিতেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।

সম্পর্কিত খবর