বাবার মৃত্যুতে ক্রিকেট থেকে দূরে ওকস 

বাবার মৃত্যুতে ক্রিকেট থেকে দূরে ওকস 

চলতি বছরের ফেব্রুয়ারিতে আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেন ইংলিশ পেসার ক্রিস ওকস। এরপর প্রায় চার মাস থেকে সব ধরণের ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। এবার জানা গেল তার ক্রিকেটে ফিরতে তার সময় লাগবে আরও খানিকটা। বাবার মৃত্যুতে ক্রিকেট থেকে নিয়েছেন বিরতি। 

সদ্য শেষ হওয়া আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেননি কোনো ম্যাচ। জায়গা মেলেনি আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশদের দলে। এদিকে ইংলিশদের ঘরোয়া ক্রিকেট কাউন্টির নতুন মৌসুম শুরু হলেও সেখানে এখনো নামেননি ওকস। এবার নিজেই খোলাসা করলেন তিনি, কেন ক্রিকেট থেকে আছেন দূরে এবং ফিরবেন কবে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ওকস বলেন, ‘গত মাসের পুরোটা জুড়ে আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার হয়েছে। মে মাসের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা চলে যান। গত কয়েক সপ্তাহ কাটিয়েছি পরিবারের সঙ্গেই। আমার জীবনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর সঙ্গে। বাবার মৃত্যুতে আমরা সবাই শোকে কাতর এবং সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’ 

কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন ওকস। ক্রিকেটের এই বিরতি শেষে সময়টা উপযুক্ত মনে হলেই ক্রিকেটে ফিরবেন বলে জানান তিনি। ‘আমার ও পরিবারের জন্য সময়টা উপযুক্ত হলেই ওয়ারউইকশায়ারের হয়ে ক্রিকেটে ফিরব। যে দলকে আমার বাবা অনেক ভালোবাসতেন। ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ডের হয়ে আমাকে খেলতে দেখে বাবা দারুণ গর্বিত হতেন। সামনে আবারো তাদের হয়ে খেলার অপেক্ষায় থাকব।’

সম্পর্কিত খবর