বিশ্বকাপের আগে জুয়ার দায়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
ইংলিশ পেসার ব্রাইডন কার্সকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশ ক্রিকেটের জুয়া সংক্রান্ত বিধিভঙ্গের কারণে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।
২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ৩০৩ বার বাজি ধরার অভিযোগ আনা হয় কার্সের বিরুদ্ধে। যদিও নিজে খেলেছেন এমন কোনো ম্যাচে বাজি ধরেননি ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
অভিযোগ স্বীকার করে নেয়ায় ১৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয় কার্সকে। এর মধ্যে ১৩ মাসের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। তিন মাসের শাস্তি তৎক্ষণাৎ কার্যকর হওয়ায় আগামী ২৮ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে কার্সকে। যদি আগামী দুই বছরের মধ্যে আবার একই অপরাধে জড়ান, তাহলে স্থগিত শাস্তিও কার্যকর হবে।
গত বছর ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ দলে চোট সংক্রান্ত বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া কার্স। ২০২১ সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরই মধ্যে ইংলিশদের হয়ে ১৪ ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন এই পেসার।