টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে টসভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, যার ফলে আগে বোলিং করতে হচ্ছে বাংলাদেশকে।
বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও খেলার কথা ছিল শান্তদের। তবে সে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিই ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচ।
এই ম্যাচে দুই দলই স্কোয়াডের খেলোয়াড়ের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর চেষ্টা করবে। তবে বাংলাদেশ এই ম্যাচের জন্য বিশ্রামে পাঠিয়েছে দুই পেসার সদ্য চোট থেকে সেরে ওঠা তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে। ভারত বিশ্রাম দিয়েছে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলিকে।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব