শরিফুলের আঘাতের পর সাবধানী ভারত
বিশ্বকাপের শুরুর ঠিক আগের দিন প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ও ভারত। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে চলমান এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পাওয়ার প্লে পর্যন্ত সাবধানী ব্যাটিং করেছে তারা।
দ্বিতীয় ওভারেই ওপেনার সঞ্জু স্যামসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন পেসার শরিফুল ইসলাম। যশস্বী জয়সোয়ালকে ওপেনিংয়ে না পাঠিয়ে স্যামসনকে সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৬ বলে ১ রান করা স্যামসন সে সুযোগ হেলায় হারিয়েছেন।
এর আগে বাংলাদেশের বোলিং শুরু করেছিলেন স্পিনার শেখ মেহেদী হাসান। পাওয়ার প্লে’তে দুই ওভার বল করে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।
প্রথম ৬ ওভারের মধ্য দুটি ওভার করেছেন আরেক স্পিনার সাকিব আল হাসানও। তবে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। রোহিত শর্মা আর রিশাভ পান্ত মিলে তার দুই ওভার থেকে তুলেছেন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ভারতের রান ১ উইকেটে ৫৫। রোহিত শর্মা ব্যাট করছেন ২০ রানে, পান্তের রান ২৭।