বাংলাদেশকে নতুন দুশ্চিন্তা দিয়ে ভারতের ১৮২
প্রস্তুতি ম্যাচ মানে নিজেদের বাজিয়ে দেখা। শক্তির জায়গাগুলোকে আরও শানিয়ে দুর্বলতাগুলো আরও কমিয়ে আনা যায় কী করে তা চেষ্টা করা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তা কিছুটা করলোও বাংলাদেশ। কিন্তু শেষমেশ তার চেয়ে বেশি দুর্বলতাই বেরিয়ে এল নতুন নতুন সব, সঙ্গে করে এল দুশ্চিন্তা। ৫ উইকেট খোয়ানো ভারত শেষমেশ থামল ১৮২ রানে।
নাসাউ কাউন্টি মাঠে আজ বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ ভালো। দ্বিতীয় ওভারেই সাঞ্জু স্যামসনকে ফিরিয়ে দিয়েছিলেন শরিফুল ইসলাম। পাঁচ ওভার পর্যন্ত পরিস্থিতিটা ঠিকঠাকই ছিল। ভজকট পাকাল গিয়ে পাওয়ারপ্লের শেষ ওভারে। সাকিব আল হাসানের ওই ওভারে ঋষভ পান্ত তিন ছক্কায় তুললেন ২২ রান। ভারত লাগামছাড়া ঘোড়া হয়ে গেল এরপর।
পান্ত থেমেছেন ৩২ বলে ৫৩ রান তুলে। তাকে আউটই করা যায়নি, প্রস্তুতি ম্যাচের ফায়দা নিয়ে অন্যদের সুযোগ করে দিতে উঠেছেন স্বেচ্ছায়। এরপর সূর্যকুমার যাদব করলেন ১৮ বলে ৩১। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ২১ বলে ৪০ রানের ইনিংস ভারতকে নিয়ে গেল ১৮২ রানে। বাংলাদেশের লক্ষ্যটা ১৮৩ রানের।
বোলিং কার্ডের দিকে নজর দিলে বাংলাদেশের বোলিং সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা মিলবে। এই ম্যাচে বাংলাদেশ বোলার ব্যবহার করেছে ৮ জন। মাহমুদউল্লাহ একটা উইকেট নিয়েছেন দুই ওভারে, এরপর সৌম্য সরকার, তানজিম সাকিব, তানভির ইসলামরা হাত ঘুরিয়েছেন।
৪ ওভারের কোটা পূরণ করেছেন দুজন, শেখ মেহেদী হাসান আর সাকিব আল হাসান। মেহেদী তার চার ওভারে ছিলেন বেশ কিপটে, বুদ্ধিদ্বীপ্ত বোলিংয়ে ২২ রান দিয়েছেন। সাকিব ছিলেন সবচেয়ে বাজে ৪ ওভারে ৪৭ রান দিয়েছেন তিনি, বিশ্বকাপের আগে এমন কিছু খানিকটা দুশ্চিন্তাই নিয়ে এল বৈকি!
চার ওভার আরও একজনেরও হতো। শরিফুল ইসলাম তার চতুর্থ ওভারের শেষ বলটা করতে পারেননি হাতের তালুতে চোট পেয়ে। চোট বড় কিছু হলে বাংলাদেশের বিশ্বকাপের ক্ষীণ স্বপ্নটাও উবে যেতে সময় নেবে না।
বাংলাদেশের দুশ্চিন্তা আছে আরও। গ্রাউন্ড ফিল্ডিংয়ে বেশ বাজে এক দিন কাটিয়েছে দল। যদিও একটা দারুণ ক্যাচের দেখা মিলেছে, তবু এরপর একে একে তিনটে ক্যাচ হাত ফসকে বেরিয়ে যাওয়া, না হয় তার নিচেই যেতে না পারার ব্যর্থতা দুশ্চিন্তা না দিয়েই পারে না দলকে।
সাত দিন পর বাংলাদেশের প্রথম ম্যাচ। তার আগে এই জায়গায় ভুলগুলো শুধরে নিতে চাইবেন নাজমুল হোসেন শান্তরা।