শরিফুলের হাতে ৬ সেলাই

শরিফুলের হাতে ৬ সেলাই

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশকে একগাদা দুর্ভাবনা দিয়ে গেছে। তবে পেসার শরিফুল ইসলামের চোটের চেয়ে বড় নিশ্চয়ই কোনোটা নয়! শেষ কিছু দিনে বাংলাদেশের প্রধান পেস বোলার শরিফুল গতকাল বোলিংয়ের হাতে চোট পেয়েছেন। সেখানে সেলাই লেগেছে ৬টা। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাবে কি না বাংলাদেশ, তা নিয়ে জেগেছে শঙ্কা।

গতকাল নাসাই কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত ইনিংসের শেষ ওভারে নিজেরও শেষ ওভার করতে আসেন শরিফুল। তবে হার্দিক পান্ডিয়ার একটা শট ঠেকাতে গিয়ে বাম হাতে চোট পান তিনি। শেষ বলটা তিনি আর করতে পারেননি, মাঠ ছাড়তে হয় তাকে। 

ম্যাচ শেষেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতে পড়ে ৬টি সেলাই। এই সেলাই শুকিয়ে বোলিং করার মতো অবস্থায় কবে ফিরবেন, তা নিয়ে এখন জেগেছে শঙ্কা। 

এ বিষয়ে সবশেষ আপডেট জানিয়েছে বিসিবি। সেখানে দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে শরীফুলের বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

দেবাশীষ এরপর যোগ করেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’

শেষ কিছু দিনে শরিফুল বোলিংয়ে বাংলাদেশকে শুরুতেই সাফল্য এনে দেওয়ার কাজটা সারছিলেন ভালোভাবে। বিশ্বকাপের ঠিক আগে তার এমন চোট দলকে ভাবনায় রাখবে বেশ ভালোভাবেই। 

বিশ্বকাপ দলে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে আছেন পেসার হাসান মাহমুদ। দৈব দুর্বিপাকে তাকে দলে ডাকতে পারবে বাংলাদেশ।

সম্পর্কিত খবর