অতীত নিয়ে ভাবছেন না শান্ত

অতীত নিয়ে ভাবছেন না শান্ত

বিশ্বকাপের আগে সবশেষ সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে বিব্রতকর এক হার। এরপর ভারতের কাছে স্রেফ উড়ে যাওয়া। সব মিলিয়ে বাংলাদেশের সময়টা খুব একটা ভালো কাটছে না। বিশ্বকাপে যেতে হচ্ছে একগাদা প্রশ্নের সমাধান করা ছাড়াই। তবে সেসব নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুব একটা ভাবছেনই না। তার আশা বিশ্বকাপে স্পেশাল কিছু করে দেখাবে বাংলাদেশ। 

ভারতের বিপক্ষে গতকাল নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১৮২ রানের জবাবে বাংলাদেশ তুলতে পারে মোটে ১২০ রান। 

৬২ রানের এই হারের পর শান্ত বড় করে দেখলেন ম্যাচের ‘ইতিবাচক দিক’গুলোকে। বললেন, ‘বোলাররা ভালো করেছে বেশ। যেভাবে শরিফুল, রিশাদ বল করেছে, তাতে আমি বেশ আনন্দিত।’

ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থেকেই গেছে। সেই যুক্তরাষ্ট্র সিরিজ থেকে শুরু। এরপর ভারতের বিপক্ষে শীর্ষ ব্যাটাররা মুখ থুবড়ে পড়েছেন। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমরা ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারিনি। তবে আমি আশা করি টুর্নামেন্টে ভালো করব।’

ভারত ম্যাচে ৬২ রানে হার। তার আগে যুক্তরাষ্ট্রের কাছেও সিরিজ হারের গ্লানি সঙ্গী হয়েছে বাংলাদেশের। তবে শান্ত জানালেন, সেসব নিয়ে ভাবছে না দল। তিনি বলেন, ‘আগে কী হয়েছে, তা নিয়ে আমরা ভাবছি না মোটেও। আমরা জানি আমাদের সামর্থ্য কতোটুকু। আমাদেরকে সাহসী হতে হবে। পরিকল্পনাগুলো ভালোভাবে কাজে লাগাতে হবে।’

সম্পর্কিত খবর