দোয়া কবুল হলো না, টসে জিতেননি সাকিব
দোয়া করবেন যেন টসটা জিততে পারি।
ম্যাচের আগের দিন এই আশীষ চেয়েছিলেন সাকিব। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল টস পর্বেও নিশ্চয়ই শেষবারের মতো অমন প্রার্থনাই করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তার সেই প্রার্থনা ‘কবুল’ হলো না! টসে দক্ষিণ আফ্রিকাই জিতলো। আর এই মাঠে এই কন্ডিশনে টসে জিতলে কি করতে হবে- সেটা সবার জানা।
দক্ষিণ আফ্রিকাও সেই জানা তথ্য অনুযায়ী ব্যাটিং বেছে নিয়েছে। ইনজুরির কারণে পুনেতে আগের ম্যাচটা মিস করেছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ফিরেছেন পুরোমাত্রার ফিটনেস নিয়েই। তবে ইনজুরির কারণে এই ম্যাচে নেই পেসার তাসকিন আহমেদ।
একটু জানিয়ে দেই, দক্ষিণ আফ্রিকা এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের আগের ম্যাচে ২১ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে তুলেছিলো ৩৯৯ রান। জি¦, সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিল।
আজ কোথায় গিয়ে থামবে দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটিং?