এভারেস্টসম আত্মবিশ্বাস নিয়ে অঘটনের অপেক্ষায় নেপাল

এভারেস্টসম আত্মবিশ্বাস নিয়ে অঘটনের অপেক্ষায় নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নেপাল ক্রিকেটের জন্য আনন্দ হয়ে ধরা দিয়েছিল দলের অন্যতম সেরা তারকা সন্দীপ লামিচানের ধর্ষণের অভিযোগ থেকে খালাস পাওয়ার ঘটনা। তাতে এই টুর্নামেন্টে দারুণ কিছু করে দেখানোর আত্মবিশ্বাসটা বেড়ে এভারেস্ট ছুঁয়ে ছিল নেপালের। তবে শেষ পর্যন্ত লামিচানেকে ভিসা না দেওয়ায় তাকে ছাড়ায় মাঠে নামতে হচ্ছে নেপালকে। তবে এবার দারুণ কিছু করে দেখাতেই মরিয়া দলটি। আগের আসরে খালি হাতে ফিরলেও এবার অন্তত দ্বিতীয় রাউন্ডে পা রাখতে চায় দলটি। প্রতিদান দিতে চায় ক্রিকেটকে ভালোবেসে নিয়মিত মাঠে আসা দেশটির হাজারো সমর্থকদের।

এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মাঠে নামার অপেক্ষায় এভারেস্টের দেশ নেপাল। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকং ও আফগানিস্তানের মতো দলকে হারিয়েছিল দলটি। জানান দিয়েছিল বড় মঞ্চে দলটির সক্ষমতার। যদিও এরপর আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি তাদের। এবার দলটিকে নেতৃত্ব দেবেন ২১ বছর বয়সী তরুণ রোহিত পাউডেল। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে খেলে নিজেকে ঝালিয়ে নিয়েছেন রোহিত। যেখানে তিন ম্যাচে তার রান যথাক্রমে ১১২, ৭১* ও ৮২।

এর বাইরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো গুলশান যা ও প্রতিস জিসিও আছেন এই দলটিতে। আর অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলটিতে আছেন ২০১৪ বিশ্বকাপে খেলা সোমপাল কামি। তার সঙ্গে অভিজ্ঞ করণ কেসিরা দলকে দারুণ কিছু এনে দিতে মুখিয়ে। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নেপালের হারানোর তেমন কিছু নেই। সেই অর্থে নেই তেমন কোনো প্রত্যাশার চাপ। তাই চাপ মুক্ত হয়ে নিজেদের সেরাটা নিঙরে দিয়ে খেলতে পারলে দারুণ কিছুই প্রত্যাশা করছে দলটি।

 

নেপালের বিশ্বকাপ সূচি

তারিখ প্রতিপক্ষ সময়
৪ জুন নেদারল্যান্ডস রাত ৯টা ৩০ মিনিট
১২ জুন শ্রীলঙ্কা ভোর ৫টা ৩০ মিনিট
১৫ জুন দক্ষিণ আফ্রিকা ভোর ৫টা ৩০ মিনিট
১৭ জুন বাংলাদেশ ভোর ৫টা ৩০ মিনিট

নেপালের বিশ্বকাপ স্কোয়াড:

রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশল ভুর্টেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সুনদীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল, কমল সিং আইরি।

সম্পর্কিত খবর