কমলা রঙে রূপকথার গল্প লেখার অপেক্ষায় ডাচরা

কমলা রঙে রূপকথার গল্প লেখার অপেক্ষায় ডাচরা

 

ফুটবল বিশ্বকাপের প্রায় প্রতিটি আসরেই ফেভারিট নেদারল্যান্ডস। ফুটবলে দলটি কখনো বিশ্বকাপ না জিতলেও তিনবার খেলেছে ফাইনাল। কীর্তি আছে ইউরো জয়ের। ফুটবলে এমন সমৃদ্ধ ইতিহাস ফেলে সেই দেশে ক্রিকেটের উত্থানটাই একরকম রূপকথার গল্প। তবে সেই গল্পতেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি ডাচরা। ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পা রাখতে যাচ্ছে কমলা রংয়ের দলটি। যেখানে স্বপ্নটা দ্বিতীয় রাউন্ড পেরিয়ে আগের সবকটি আসরকে ছাড়িয়ে যাওয়া। ফুটবলের দেশে ক্রিকেটের বিপ্লব ঘটানো। ডাচদের সেই মিশন শুরু হবে ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে।

আসন্ন ২০ দলের বিশ্বকাপে গ্রুপ ডি তে পরেছে নেদারল্যান্ডস। যেখানে তাদের মোকাবেলা করতে হবে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো দলের বিপক্ষে। তবে ২০১৪ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলা ডাচরা নজরটা উঁচুতেই রাখছে বিশ্বকাপের আগে। নিজেদের সেরাটা নিঙরে দিয়ে দারুণ সাফল্যের আসায় রায়ন কোকের দল।

বড় মঞ্চে অবশ্য আগেও বহুবার চমক দেখিয়েছে ডাচরা। বিশ্বকাপে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলে ৯টি জয় তাদের। অন্যদিকে ৩৮ ম্যাচে ৯ জয় বাংলাদেশের। সেই দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশের চেয়েও বিশ্বকাপে পারফরম্যান্স ভালো ডাচদের। তবে সেই ভালোর মূল্য কি যদি না শেষ চারে জায়গা করা যায়। সাফল্য পাওয়া যায়। সেই সাফল্যের খুঁজেই এবার মাঠে নামতে যাচ্ছে ডাচরা।

যাদের ওপর নজর থাকছে: সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ভ্যান বেক

দক্ষিণ আফ্রিকায় জন্ম হয়েও ডাচদের হয়ে ২০১৬ সাল থেকেই নিয়মিত খেলছেন এঙ্গেলব্রেখট। সবশেষ ভারত বিশ্বকাপেও ব্যাট হাতে ডাচদের প্রধান কাণ্ডারি ছিলেন তিনি। ৫০ এর বেশি গড় রেখে ব্যাট করেছেন ১৫০ এর বেশি স্ট্রাইক রেটে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্বপ্ন দেখাছে ডাচদের।

বোলিংয়ে ডাচদের নেতৃত্ব দেবেন লোগান ভ্যান বেক। সাম্প্রতিক সময়ে ডাচদের হয়ে টি-টোয়েন্টিতে প্রধান বোলাও তিনিই। বিশেষ করে ডেথ ওভারে স্লোয়ার ও ইয়র্কারে মুগ্ধতা কাড়তে পারেন তিনি। স্বাভাবিকভাবেই তাই তার দিকে তাকিয়ে রয়েছে ডাচরা।

নেদারল্যান্ডের বিশ্বকাপ সূচি:

তারিখ প্রতিপক্ষ সময়
৪ জুন নেপাল রাত ৯টা ৩০ মিনিট
৮ জুন দক্ষিণ আফ্রিকা রাত ৮টা ৩০ মিনিট
১৩ জুন বাংলাদেশ রাত ৮টা ৩০ মিনিট
১৭ জুন শ্রীলঙ্কা ভোর ৬টা ৩০ মিনিট

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড:

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বেক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিংলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বেরেসি।

রিজার্ভ: কাইল ক্লেইন

সম্পর্কিত খবর