বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের শরফুদ্দৌলার ফিফটি
সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাংলাদেশের সময়টা যাচ্ছে না ভালো। ক্রিকেটারদের বাজে ফর্ম ও একের পর এক হারে ক্লান্ত টাইগার ভক্তরা। সেই ভক্তদের জন্য এবার কিছুটা হলেও সুখবর হয়ে ধরা দিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আম্পায়ার হিসেবে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই ফিফটি হাঁকিয়েছেন তিনি। যা বাংলাদেশি কোনো আম্পায়ারের প্রথম কীর্তি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই অন ফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন শরফুদ্দৌলা। যা ছিল শরফুদ্দৌলার ৫০ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
এর বাইরে টিভি আম্পায়ার হিসেবেও ম্যাচ পরিচালনা করেছেন। এখন পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা। তবে সে হিসেবেই বাইরেই এবার অন ফিল্ড আম্পায়ার হিসেবে ৫০টি অন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার কীর্তি গড়েছেন তিনি।
টি-টোয়েন্টির বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ টেস্ট, ১০০ ওয়ানডে এবং ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন শরফুদ্দৌলা। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০ ম্যাচ পরিচালনা করার কীর্তিও তার। এর বাইরে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করা একমাত্র বাংলাদেশি আম্পায়ারও তিনিই।