পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ

পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের প্রথম ম্যাচ বলেই বাড়তি সর্তক দুইবারের বিশ্বকাপ জয়ীরা। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পা রাখা দুর্বল দলকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতে আটকে দিয়ে রান চেজ করার সিদ্ধান্ত নিয়েছে রোভম্যান পাওয়েলের দল।

গত আসরে দ্বিতীয় রাউন্ডেও যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবার অবশ্য নিজেদের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে দলটি। স্বাভাবিকভাবেই আছে প্রত্যাশার চাপ। তবে সেই চাপে ভেঙে না পড়তে মূল লড়াইয়ে নামার আগে যথেষ্ট প্রস্তুতিটাও নিয়ে রেখেছে ক্যারিবিয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ তে সিরিজ জিতেছে। এরপর প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে তারা। এখন মূল লড়াইয়ের পালা।

আর সেই লড়াইয়ে পূর্ণ পয়েন্ট আদায় করতে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে দলটি। বোলিং নেওয়ার কারণটা স্পষ্ট, পিএনজিকে অল্পতে গুড়িয়ে দিয়ে দাপুটে জয়ে বিশ্বকাপের সূচনা করতে চায় দলটি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ , গুদাকেশ মতি

পাপুয়া নিউ গিনি একাদশ: টনি উরা, আসাদ ভালা (অধিনায়ক), সেসে বাউ, হিরি হিরি, চার্লস আমিনি, কিপলিং ডোরিগা, আলেই নাও, চাদ সোপার, কাবুয়া মোরিয়া, জন করিকো

সম্পর্কিত খবর