কলকাতাকে আইপিএল জিতিয়ে বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার

কলকাতাকে আইপিএল জিতিয়ে বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল জিতেই বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। তার স্ত্রীর নাম শ্রুতি রঘুনাথান। গত বছরের নভেম্বরে তাদের আংটি বদল হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

রবিবার (২ জুন) ভেঙ্কটেশ-শ্রুতি জুটির বিয়ের অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতীয় ক্রিকেটের ভক্ত-সমর্থকরা নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।

গত নভেম্বরে নিজেদের আংটি বদলের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে ভেঙ্কটেশ আইয়ার লিখেছিলেন, জীবনের নতুন অধ্যায় পা রাখতে যাচ্ছি।’

আইপিএলের সদ্যসমাপ্ত মৌসুমে ব্যাট হাতে কলকাতার আইপিএল জয়ে অবদান রেখেছেন ভেঙ্কটেশ। ১৪ ম্যাচে ব্যাট করে ১৫৮ স্ট্রাইকরেটে করেছেন ৩৭০ রান।

সম্পর্কিত খবর