‘আমি চাই ভক্তরা আমার অর্জনগুলো মনে রাখুক’

‘আমি চাই ভক্তরা আমার অর্জনগুলো মনে রাখুক’

দলের ব্যাটিংয়ে যখন ধস নামে অথবা দলের প্রয়োজন হয় একজন নির্ভরযোগ্য ব্যাটারের, তখনই হাল ধরেন তিনি। দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশ জাতীয় দলের এই দায়িত্ব যথাযথ ভাবেই পালন করে আসছেন মুশফিকুর রহিম।

‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই ক্রিকেটার দলের প্রয়োজনে সবসময়েই নিজের ভূমিকা প্রদর্শন করে আসছেন। এবারের বিশ্বকাপের আসরে ভালো ব্যাটিং উপহার দিচ্ছেন দলকে, কিন্তু জয়ের দেখা পাচ্ছে না দল। তবে তিনি আশাবাদী সামনে ভালো কিছু তাদের জন্যে অপেক্ষা করছে।

মুশফিক বলেন, ‘আমি খুবই আশাবাদী। দুইটা অর্ধশতক করেছি। যদি শেষ পর্যন্ত খেলতে পারি এবং আরেকটু বেশি রান করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দল আবার জয়ের ধারায় ফিরতে পারবে।’

তাঁর প্রতি দলের ও দেশবাসীর ভরসার জায়গাটা সবার চেয়ে একটু আলাদাই। কারণ দলকে বিপদের মুখ থেকে উদ্ধার করার কাজটা বরাবরের মতো তিনিই করে চলেছেন। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘কোনো চ্যালেঞ্জ আসলে আমি বলতে পারি এই চ্যালেঞ্জ আমি মোকাবেলা করব। আমি সত্যিই এই দায়িত্ব ও ভার নিতে পছন্দ করি যে তারা যেন ভাবে এখন মুশফিক ক্রিজে আছে, সে বড় অবদান রাখবে।’

মুশফিক চান মানুষ তাকে মনে রাখুক। এই অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘জানি না এপর্যন্ত আমি কতটুকু অর্জন করতে পেরেছি। যতটুকুই আমি দেশের জন্য কিংবা আমার জন্য অর্জন করতে পেরেছি, আমি চাই সেটুকু ভক্তরা মনে রাখুক।’

সম্পর্কিত খবর