ব্যাটাররা ফর্মে ফিরবেন, আশাবাদী পাপন
বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে ব্যাটিং দুর্বলতা। ব্যাটিং ব্যর্থতা যেন কাটছেই না। গতবছরের ওয়ানডে বিশ্বকাপ থেকেই শুরু হয়েছে এই দুর্দশা, যা এখন পর্যন্ত চলমান। দলের টপ অর্ডারের ফর্ম ও পারফরম্যান্সর উস্থা করুণ। তবে চেষ্টা করলেই তারা ভালো কিছু করার সামর্থ্য রাখেন এবং এই খারাপ সময় টাইগার ব্যাটাররা কাটিয়ে উঠবেন, এমনটাই বিশ্বাস করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার, তাদের ব্যাট শেষ কবে হেসেছে তা হয়ত অনেকেরই মনে নেই। দীর্ঘদিন ধরে ফর্মহীন আছেন তারা। সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও বাজে সময় কাটছে। নিজেকে কোনোভাবেই মেলে ধরতে পারছেন না তিনি। দলের টপ অর্ডার ব্যাটারদের ফর্মে থাকা এবং রান করার গুরুত্ব সম্পর্কে বলেছেন পাপন।
গতকাল (রবিবার) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। সেখানে দলের সকলকে নিয়েই বেশ আশাবাদী তিনি, এমনটাই জানিয়েছেন, ‘সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোনদিন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমস্যাটা হচ্ছে আমাদের সেটা দরকার এখনই। আমরা এটাই আশা করতে পারি যাতে তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পাবে।‘
তিনি আরও বলেন, ‘সাকিব আছে অভিজ্ঞ, মাহমুদউল্লাহও আছে। সৌম্য, লিটন, শান্তর নামও আছে। আশা করছি শান্ত যেকোনো সময় রানে ফেরত চলে আসবে।‘
দলের তরুণদের দিয়ে ভালো কিছু আশা করছেন বিসিবি সভাপতি, ‘তানজিদ তামিমের সামর্থ্য আছে এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তাওহীদ হৃদয়েরও সামর্থ্য আছে, ওরা ভালো খেলছে। ওরা যে একেবারে খারাপ খেলছে তা না। ওরা তো একেবারে নতুন, ওদের তো এত তাড়াতাড়ি সুযোগ দেয়ারই কথা না।’