‘বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস’, বললেন বিশপ 

‘বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস’, বললেন বিশপ 

 

টি-টোয়েন্টিতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজটা জিতলেও সেখানে টপ-অর্ডারের ব্যাটিং ছিল ছন্নছাড়া। পরে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা তো হেরেই বসলো নাজমুল হোসেন শান্তর দল। সেখানেও দলীয় ব্যর্থতা ছিল মূলত সেই ব্যাটিংয়েই। পরে সবশেষ গত শনিবারের বিশ্বকাপ প্রস্তুতিতে ভারতের বিপক্ষে ম্যাচেও শান্ত-লিটনদের ব্যাটিংটাও ছিল যাচ্ছেতাই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি নক-আউট পর্বে। এবার নবম বিশ্বকাপের আগে যখন ব্যাটারদের ফর্মের এই দুরাবস্থা তখন আরও একবার নক-আউট পর্বে পৌঁছানোর নিয়ে শঙ্কা দাঁড়িয়েছে বাংলাদেশের। ইয়ান বিশপ তো বললেন, এই বিশ্বকাপে হারের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশের। 

ওয়েস্ট ইন্ডিজ সাবেক ক্রিকেটার ও বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকারদের একজন, বিশপ অবশ্য বাংলাদেশকে তকমা দিলেন বড় দলের। তবে বড় দলগুলোর মধ্যে পা পিছলে যাওয়ার সম্ভাবনাটাও দেখছেন শান্ত-সাকিবদেরই। 

সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশপ বলেন, ‘গত কয়েকটি বিশ্বকাপে আমরা নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশের।’

গতকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৭ উইকেটের বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। একই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা না পেলেও তাদের বেশ ভুগিয়েছে পাপুয়া নিউ গিনি। এতেই আইসিসির সহযোগী দেশগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে নেপালের প্রতি বাড়তি নজর থাকবে বিশপের। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। দেশটির সমর্থকরা যেভাবে দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, তবে কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’

নেপালের সরকার থেকে তদবির করেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি সন্দ্বীপ লামিচানের। এতে তাকে ছাড়াই বিশ্বকাপে নামতে হচ্ছে দক্ষিণ এশিয়ার দলটিকে।

সম্পর্কিত খবর