শান্তর নেতৃত্বে মুগ্ধ সৌম্য

শান্তর নেতৃত্বে মুগ্ধ সৌম্য

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তিন ফরম্যাটের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। তবে প্রথমবারের মতো তার নেতৃত্বে দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা হেরে বসে সাকিব-মুস্তাফিজরা। এতে অর্ধেক মাস চারেক না যেতেই শান্তর অধিনায়কত্ব নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে সৌম্য সরকার হাঁটলেন ভিন্ন পথে। নেতৃত্বে নতুন হলেও শান্তর দক্ষতায় বেশ মুগ্ধ তিনি এবং শান্তর নেতৃত্বে দলকে ভালো সাফল্য এনে দিবে এমন আশাও রাখছেন। 

প্রথমবারের মতো বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাচ্ছেন শান্ত। দলে সাকিব-মাহমুদউল্লাহরা এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে দিয়েছেন নেতৃত্ব। তবে সৌম্যর মতে, নতুন ও অভিজ্ঞদের এই মিশেল দলকে এনে দেবে সাফল্য। 

বিশ্বকাপ নিয়ে ‘দ্য গ্রিন রেড স্টোরি; শিরোনামে বিসিবির ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকারে এবারের পর্ব সৌম্য সরকারের। সেখানে শান্তকে নিয়ে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ শান্তর সাথে খেলেছিলাম, যেভাবে ওকে মাঠের মধ্যে দেখেছি আমি মুগ্ধ। সে টিমকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে এবং রাখছেও। আমি আশা করি সবকিছু একত্রিত করে টিমকে সামনে নিয়ে আসতে পারবে সে। আমার পক্ষ থেকে শুভকামনা। আশা করি ক্যাপ্টেন্সির মধ্য দিয়ে একটা সে নতুন কিছু বাংলাদেশকে উপহার দিবে।’

দলের সাম্প্রতিক সময়ের পারফর্ম খুব একটা আশানুরূপ না হলেও নতুন-অভিজ্ঞদের মিলিয়ে বিশ্বকাপে ভালো করার স্বপ্ন দেখছেন সৌম্য। শান্ত যখন বিশ্বকাপে নতুন অধিনায়ক সেখানে অভিজ্ঞদের মধ্যে আছেন সাকিব-মাহমুদউল্লাহরা। এতেই দুইয়ের মিশেলে ভালো কিছুতেি নজর সৌম্যর। ‘শান্ত নিউ ক্যাপ্টেন, আমাদের সাথে অভিজ্ঞ সাকিব ভাই রিয়াদ ভাইরা আছেন। আমরাও যারা অনেকদিন ধরে খেলছি তারাও আছি। সবকিছু মিলিয়ে যদি সবার এক্সপেরিয়েন্সটা নিয়ে মিলিতভাব খেলতে পারি তাহলে একটা ভালো টুর্নামেট আমরা উপহার দিতে পারব।’

ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই সৌম্য। সবশেষ ভারতের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফিরেছেন খালি হাতেই। ব্যাটাররা রানে না ফেলে আত্মবিশ্বাস-মানসিক অবস্থা যে ভেঙে পড়ে তা স্বীকার করলেন সৌম্যও। 

সম্পর্কিত খবর