পাকিস্তানের হারে হৃদয়ে রক্তক্ষরণ শোয়েব আখতারের
আফগানিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপে হারের হ্যাটট্রিক পূর্ণ করেছে পাকিস্তান। শঙ্কায় পড়ে গেছে তাদের সেমিফাইনালের স্বপ্ন। অথচ র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে আসর শুরু করেছিল বাবর আজমের দল। দলটিকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। টানা হারে সেই প্রত্যাশায় এখন চিড় ধরেছে।
কখনোই আফগানদের বিপক্ষে না হারা পাকিস্তান বিশ্বমঞ্চে হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। এমন হারের পর যে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে দেশটির সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতারের তাই নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন তিনি।
পাকিস্তানের এমন হারের পর বোর্ড কর্তাদের ওপর আঙুল তুলেছেন শোয়েব, ‘এই পারফরম্যান্স দেখে আপনি বেশি কিছু বলতে পারবেন না। ঈশ্বর সবসময় সঠিক জায়গায় সঠিক মানুষ রাখে। আর এখানে যে কেউ চেয়ারম্যান হচ্ছে। আর কতদিন আমরা এটাকে সমর্থন করে যাব। আপনি যখন এমন গড় লোকদের নেতৃত্বে রাখবেন, তখন এমন গড় পারফরম্যান্সই পেতে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘এটাই পিসিবির প্রকৃত প্রতিফলন যা এখন টেলিভিশনে দেখা যাচ্ছে। ক্রিকেটে গত ২০-৩০ বছর ধরে আপনি যে পরিবর্তনগুলো করেছেন তার সরাসরি প্রভাব এটি। এটি শেষ ফলাফল, যা এখন আপনি পাচ্ছেন। আমাকে একটা কথা বলুন তো? এই দলে কি কোনো অনুপ্রেরণাদায়ক ক্রিকেটার আছে। আমি ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, ইমরান খান, স্টিভ ওয়া, অ্যালান বর্ডার, ভিভ রিচার্ডসদের দেখেছি। পাকিস্তান দলের কোন ক্রিকেটার বাচ্চাদের খেলাধুলা করতে তারা যথেষ্ট অনুপ্রেরণা দিচ্ছেন। কেন লোকেরা এখনও আমাদের ভিডিও দেখে। কারণ আমরা প্রজন্মকে অনুপ্রাণিত করছিলাম।’
এরপর তিনি আরও বলেন, ‘আমি পাকিস্তানের হয়ে খেলেছি, তাই আজ আমার হৃদয়ে রক্ত ঝরছে। তবে আমি পাকিস্তানকে সমর্থন করতে থাকব। আমি যদি এখন বাবরের সাথে থাকতাম তাহলে আমি তাকে অধিনায়ক হিসেবে এগিয়ে যেতে বলতাম। এটি সবচেয়ে খারাপ, যা ঘটেছে। এখন আমরা চারটি দলের বিপক্ষে খেলব এবং তাদের সবাইকে সেখানে জিততে দিন।’
বিশ্বকাপে এখন চার ম্যাচ বাকি পাকিস্তানের। সেমিফাইনালের রেসে টিকে থাকতে সামনের ম্যাচগুলোতে ভুল করা চলবে না বাবর আজমদের। এই অবস্থায় কঠোর সমালোচনা শোনতে হচ্ছে অধিনায়ককে। এই অবস্থায় বাবরকে নেতৃত্ব দিতে সাহস করবেন?
এ বিষয়ে শোয়েব বলেন, ‘বাবরের কি সাহস আছে? তার কি ক্ষমতা আছে? তিনি কি ১৯৯২ সালের ইমরান খানের মতো কাজ করতে পারেন? শাহিন কি ওয়াসিম আকরাম হতে পারবেন? হারিস রউফ কি আকিব জাভেদ হতে পারবেন, শাদাব কি মুশতাক আহমেদ হতে পারবেন? এই দল কি এটা করতে পারে? তবে আমি এই দলে বিশ্বাস করি কিন্তু তারা কি সেই বিশ্বাস করে? ঈশ্বরই ভালো জানেন।’