বিশ্বকাপে বাংলাদেশকে ফাইনালে দেখছেন সৌম্য 

বিশ্বকাপে বাংলাদেশকে ফাইনালে দেখছেন সৌম্য 

হতাশাজনক প্রস্তুতি নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে বিশ্বকাপে শান্ত-সাকিবদের নকআউট পর্বে পৌঁছানোটা আপতত থাকলো ভাগ্যের হাতেই। 

বিশ্বকাপের দল পৌঁছাবে সেমি-ফাইনালে। এমন আশার বাণী শুনিয়েছেন তাওহিদ হৃদয়। তবে সৌম্যর স্বপ্নটা আরও এক ধাপ এগিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম এই আসরে নিজেদের ফাইনালে দেখতে চান তিনি। এমনকি ‘চ্যাম্পিয়ন’ হওয়ার স্বপ্নটাও দেখছেন। 

বিশ্বকাপের আগে ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। সেখানে এবার বিশ্বকাপ দল এবং নিজের ভাবনা নিয়ে কথা বলে সৌম্য। জানিয়েছেন দলকে কোথায় দেখতে চান এবং স্বপ্ন দেখলে সেটি বড় কিছুতেই বাঁধেন এই বাঁহাতি ওপেনার ব্যাটার। 

সৌম্য বলেন, ‘আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। আমি ড্রিম বড় জায়গায় দেখতে পছন্দ করি। তো আমার টার্গেট, কেউ যদি বলে সেমিফাইনাল, না আমি বলি আমরা ফাইনাল খেলতেই যাব। রেজাল্টের কথা তো পরে আসবে। আমরা মাঠে ভালো খেলব না খারাপ খেলব তার উপর ডিপেন্ড করে। কিন্তু স্বপ্ন বড় দেখাটা সবচেয়ে ইম্পরট্যান্ট বিষয়।’ 

আসছে ২০২৪ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান সৌম্য। এর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো নক-আউট পর্বে পৌঁছাতে পারেনি। এবার তাই নিজেদের সেরাটা নিয়ে চেষ্টা করতে চান এবং এতে দর্শকদের সমর্থনটাও চাইলেন সৌম্য। ‘খেলার তো আপস এন্ড ডাউন থাকেই, হার জিত থাকেই, সবকিছু মিলিয়ে দর্শক সমর্থকরা যেন তাদের দিক থেকে এটাকে উৎসবের হিসেবে নেয় এবং আমরা আমাদের সেরাটা দিব। আগের দুইটা বিশ্বকাপে ভালো কিছু করিনাই, তাই ২০২৪ তা স্মরণীয় করে রাখতে চাই।’ 



সম্পর্কিত খবর