ভিসাদের বিপক্ষে ওমানের ইনিংসে এলবিডব্লিউয়ের রেকর্ড

ভিসাদের বিপক্ষে ওমানের ইনিংসে এলবিডব্লিউয়ের রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনেই সুপার ওভারের থ্রিলার দেখল ক্রিকেটবিশ্ব। পুরো এক যুগ পর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ হলো টাই। ২০১২ আসরে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি হয়েছিল টাই। এবার ২০২৪ আসরের দ্বিতীয় দিনে ওমান ও নামিবিয়ার বিপক্ষে ফিরল সেই ঘটনা। পরে সুপার ওভারে ম্যাচটি জিতে নেয় ডেভিড ভিসার নামিবিয়া। সেই ম্যাচে ওমানের ইনিংসে হয়েছে এলবিডব্লিউয়ের রেকর্ড। 

আসরের তৃতীয় ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রানে থামে ওমান। পরে ৬ উইকেটে সমান ১০৯ রান তোলে নামিবিয়া। এতে ম্যাচ গড়ায় সুপার ওভার। সেখানে ম্যাচ জেতে ভিসা-ইরাসমাসরা। ম্যাচের প্রথম ইনিংসে ওমানের ছয় ব্যাটারই ফিরেছেন লেগ বিফোরের ফাঁদে। যা ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি এলবিডব্লিউয়ের রেকর্ড। 

এক ইনিংসে এর আগে সবচেয়ে বেশি ৫টি এলবিডব্লিউয়ের নজির ছিল তিনবার। ২০২১ সালে শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের পাঁচ ব্যাটার। একই বছর সেই শারজাহতেই আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ডের এবং ২০২২ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ফের নেদারল্যান্ডসের ৫ ব্যাটার ফিরেছিলেন এলবিডব্লিউ-তে। 

এদিকে ওমানের-নামিবিয়ার ম্যাচে মোট এলবিডব্লিউ হয়েছে সাতটি। নামিবিয়ার জানে গ্রিনের উইকেটসহ। যা এক ম্যাচে সবচেয়ে বেশি এলবিডব্লিউয়ের তালিকায় থাকলো দ্বিতীয় স্থানে। এর আগে ২০২২ সালে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের ম্যাচে সর্বোচ্চ এলবিডব্লিউয়ের সংখ্যা ছিল ৮টি। 

 

সম্পর্কিত খবর