প্রাইজমানির দিক দিয়ে ইতিহাস গড়ছে যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপ
যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগের যেকোনো আসরের চেয়ে এবার বেশি অঙ্কের টাকা পকেটে পুরবে দলগুলো। এই টুর্নামেন্টের জন্য সবমিলিয়ে প্রায় ১১.২৫ মিলিয়ন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
২০ দলের এই টি-টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার। রানার্স-আপ দলের পকেটে যাবে ১.২৮ মিলিয়ন ডলার।
সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দল পাবে অন্তত ৭ লাখ ৮৭ হাজার ডলার। আর গ্রুপ পর্বের চৌকাঠ পেরোতে পারলেই নিশ্চিত ৩ লাখ ৮২ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্ব শেষে নবম থেকে দ্বাদশ স্থানে থাকা ৪ দলের প্রতিটি পাবে ২ লাখ ৪৭ হাজার ডলার।
আর ১৩ থেকে ২০তম অবস্থানে থাকা ৮ দলের প্রাইজমানিও মন্দ নয়, অন্তত ২ লাখ ২৫ হাজার ডলার প্রাইজমানি নিয়ে বাড়ি ফিরবে তারা।
এছাড়াও সেমিফাইনাল এবং ফাইনাল বাদে অন্য সব ম্যাচের জয়ী দল ম্যাচজয় প্রতি পাবে ৩১ হাজার ১৫৪ ডলার।
২৮ দিনে ৫৫ ম্যাচের এই টি-টোয়েন্টি মহাযজ্ঞের এরই মধ্যে পর্দা উঠেছে। আগামী ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে হবে ফাইনাল।