দক্ষিণ আফ্রিকাকে চড়ে বসতে দেয়নি বাংলাদেশ
মুম্বাইয়ে ম্যাচ শুরুর আগেই আন্দাজ করা হচ্ছিল, বাংলাদেশের বিপক্ষেপ শুরু থেকে চওড়া হয়ে খেলবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু, টাইগার বোলাররা তা আর হতে দেয়নি। পাওয়ারপ্লেতেই ২ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা।
দলীয় ১০ রানেই মিরাজের বলে আউট হতে পারতেন প্রোটিয়া ব্যাটার রিজা হ্যান্ডরিকস। কিন্তু স্লিপ ফিল্ডার তানজিদ তামিমের ভুলে তা আর হয়নি। তবে টাইগারদের ব্রেক থ্রু এনে দিতে বেশি দেরি করেননি পেসার শরীফুল ইসলাম। দলীয় ৩৩ রানে হ্যান্ড্রিকসকে বোল্ড করেন তিনি। এরপরের ওভারেই ইনফর্ম ব্যাটার রাসি ভান ডার ডুসেনকে আউট করেন মেহেদি হাসান মিরাজ। যার ফলে, শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে বর্তমানে উইকেটে টিকে আছেন দুই ব্যাটার কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প কোনো পথ নেই বাংলাদেশের সামনে। এর আগে সবশেষ পাঁচ দেখায় প্রোটিয়াদের বিপক্ষে তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা। তার মাঝে দুটি আবার দক্ষিণ আফ্রিকার মাঠ থেকেই আদায় করেছে বাংলাদেশ। এছাড়াও সবশেষ বিশ্বকাপেই প্রোটিয়াদের বিপক্ষে জয়ের সুখস্মৃতি রয়েছে বাংলাদেশ দলের। সেই অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়েই আরও একবার প্রোটিয়া বধ করতে চায় বাংলাদেশ।