শ্রীলঙ্কা অলআউট ৭৭

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:০৪ পিএম | ০৩ জুন, ২০২৪

১০ বছর আগে টি- টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। তারপর থেকে এই টুর্নামেন্টে তাদের কেবল অধঃপতন আর অধঃপতন। এবারের বিশ্বকাপেও শ্রীলঙ্কাকে নিয়ে কারো তেমন উচ্চাশা নেই। নিজেদের প্রথম ম্যাচে যে ভাঙ্গাচোরা ব্যাটিং করলো তারা তাতে এখন গ্রুপপর্বের বাঁধাও পার করতে পারবে কিনা সেই সন্দেহ শুরু হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বোলিং তোপের সামনে শ্রীলঙ্কা উড়ে গেছে মাত্র ৭৭ রানে। এই ফরম্যাটে এটিই তাদের সর্বনিম্ন রান। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই এমন অসহায় চিত্র তাদের ফুটে উঠবে কে ভেবেছিল?

নিউইয়র্কের নাসাউ আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটা কাজই শুধু ঠিক হয়েছিল শ্রীলঙ্কার টস জয়। কিন্তু টসে জিতে ব্যাটিং বেছে নেওয়ার পর থেকেই শুরু হয়ে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা!

১৩ রানে ভাঙ্গে তাদের ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেটের পতন হলো ৩১ রানে। ধসের সেই শুরু। আসা আর যাওয়ার শুরু। চোখের পলকেই যেন ৪৫ রানে নেই ৬ উইকেট! খুঁড়িয়ে চলা শ্রীলঙ্কার সেই ইনিংস থামলো ২০ নম্বর ওভারে। মাত্র ৭৭ রানে শেষ সাবেক চ্যাম্পিয়নদের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার পেসার এনরিক নরকিয়া এই ধংসযজ্ঞের মুল নায়ক। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় তিনি শিকার করেন ৪ উইকেট। এর মধ্যে ১৮টি বল তার ডটবল! ক্যারিয়ার সেরা বোলিং এটি তার।
শ্রীলঙ্কার মাত্র দুজন ব্যাটার দুই অংকের ঘরে পৌছান। বাকি সবাই সিঙ্গেল ডিজিটে। এর মধ্যে চারজন আবার শূন্য রানে আউট। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা দিয়ে বিশ্বকাপ শুরু করলো শ্রীলঙ্কা।

খেলার দুনিয়া | ফলো করুন :