উগান্ডাকে ধসিয়ে বিশ্বকাপ শুরু আফগানদের
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে উগান্ডা। প্রতিপক্ষ সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলা আফগানিস্তান। সেই আফগানদের শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতে আটকে রাখার চেষ্টা চালায় উগান্ডা। যদিও সফল হতে পারেনি তারা। উগান্ডাকে নিজেদের ব্যাটিং শক্তি দেখায় রশিদ খানের দল। নির্ধারিত ওভারে ৫ উইকেটে স্কোরবোডে জমা করে ১৮৩ রান। এরপর বোলিংয়ে নেমে উগান্ডার উইকেটে ধস নামায় ফজলহক ফারুকি, নাবিন উল হক ও রশিদ খানরা। ৫৮ রানে অলআউট হয়ে যায় উগান্ডা। ১২৫ রানের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আফগানরা।
এদিন লক্ষ্য তাড়া করতে নেমে আফগানের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে অবশ্য ইনিংসের শুরুটা উগান্ডা করেছিল ৪ মেরে। তবে বদলা নিতে ভুল করেনি ফজলহক ফারুকি। দ্বিতীয় বলেই ফিরিয়ে দেয় রোনাক প্যাটেলকে। এরপর নিয়মিত বিরতিতেই দলটি উইকেট খুইয়েছে। ফারুকি তোপে ১৮ রানেই ৪ উইকেট নেই উগান্ডার। এরপর হাল ধরতে পারেনি দলটির কোনো ব্যাটার। মাঝে কিছুটা লড়াই করে দলকে সম্মানজনক পুঁজি পাইয়ে দিতে লড়াই চালিয়েছিলেন রবিনসন ওবুয়া।
তবে ২৫ বলে ১৪ রান খরে শেষ পর্যন্ত ফারুকির শিকার হতে হয় তাকে। ১৮ রানে ৫ উইকেট হারানোর পর মাঝে কেবল কিছুটা লড়াই করে উগান্ডা। ষষ্ট উইকেটে জমা করে ২৯ রান। তাতে মনে হচ্ছিল ম্যাচ হারলেও অনন্তত স্কোরটা মোটামুটি একটা ভিত পাবে। তবে দলীয় ৪৭ রানে জিয়াজত আলি শাহ ৩৪ বলে ১১ রানে থামলে শুরু হয় ধস। ১ রানের ব্যবধানে তিন উইকেট হওয়া। শঙ্কা ঝেঁকে বসে দলীয় অর্ধশত রান করা নিয়েই। তবে সেই শঙ্কা শেষ পর্যন্ত দূর করেন বিলাল হাসান। তার ৮ রানের ইনিংসে শেষ পর্যন্ত উগান্ডার ইনিংস থামে ৫৮ রানে।
এর আগে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামা আফগানরা ওপেনিং জুটিতেই জমা করে ফেলে ১৫৪ রান। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং জুটি হিসেবে চতুর্থ সর্বোচ্চ। বিশ্বকাপে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান অ্যালেক্স হেলস ও জস বাটলারের। সবশেষ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এই রান করেন দুই ইংলিশ ওপেনার। তবে আফগানদের হয়ে এটাই সর্বোচ্চ রানের জুটি। এই জুটি ভাঙে ১৪.৩ ওভারে।
এমন জুটির পর ভাবা হচ্ছিল অনায়াসেই দুশ রান পেরিয়ে যাবে আফগানদের ইনিংস। যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি বাকি ব্যাটাররা ব্যর্থ হলে। মাঝে মোহাম্মদ নবী ১৬ বলে করেন ১৪ রান। তাতে আফগানদের ইনিংস থামে ৫ উইকেটে ১৮৩ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৭৬ রান আসে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ বলে ৭০ রান করেন ইব্রাহিম জাদরান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৮৩/৫; (গুরবাজ ৭৬, জাদরান ৭০, নবী ১৪; কসমাস ২/২৫, মাসাবা ২/২১)
উগান্ডা: ৬০; (রবিনসন ১৪, রিয়াজাত ১১; ফারুকি ৫/৯, নাবিন ২/ ৪, রশিদ ২/১২)
ফল: আফগানিস্তান ১২৫ রানে জয়ী।