বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ
সাম্প্রতিক সময়ে পেস বিভাগে বাংলাদেশের অন্যতম আস্থার নাম তাসকিন আহমেদ। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন তিনি। তবে সমস্যা বাধে সেই সিরিজেই তিনি চোটে পড়লে। শঙ্কায় পড়ে যায় তার বিশ্বকাপ খেলা। বিশ্বকাপ দলের সঙ্গে থাকলেও যুক্তরাষ্ট্র সিরিজ ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিলেন না তাসকিন। এর মধ্যে সবশেষ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নতুন করে চোটে পড়েছেন শরিফুল ইসলাম। যা চিন্তায় ফেলে দিয়েছিল বিসিবিকে। আর এমন বাজে সময়ে সুখবর হয়ে এসেছেন তাসকিনের চোট কাটিয়ে মাঠে ফেরা।
বিশ্বকাপের মূলপর্বে তাসকিনকে পাওয়া যাওয়া নিয়ে যেই শঙ্কা তৈরি হয়েছিল তা দূর করেছেন বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম। তিনি জানিয়েছেন চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তাসকিন। আর এমনটি হলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাসকিনের সার্ভিস পাবে বাংলাদেশ দল। যা বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ে খানিকটা হলেও স্বস্তির।
তাসকিনের চোটের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির ফিজিও বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাঁকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তাঁর পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’
তিনি আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।'
আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। সেই ম্যাচে দলের অন্যতম সেরা পেসার তাসকিনকে পাওয়া যাবে বলেই ধারণা করা হচ্ছে। এখন বাকিটা টিম ম্যানেজমেন্টের ওপর। যদিও তাদের হাতেও খুব বেশি বিকল্প নেই শরিফুল চোটে পড়ায়। তাই ধারণা করা হচ্ছে শরিফুলের জায়গাতেই বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দেখা যাবে তাসকিনকে। সেক্ষেত্রে কিছুটা বিশ্রাম দিয়ে টুর্নামেন্টের শেষ দিকে শরিফুলকে খেলাতে পারবে টিম ম্যানেজমেন্ট।