অধিনায়ক শান্তকে লেটার মার্ক দিচ্ছেন শরিফুল
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে চিন্তার নাম শরিফুল ইসলাম। ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন তিনি। সেই চোটে শঙ্কায় পড়ে গেছে তার বিশ্বকাপ খেলা। একরকম নিশ্চিতই বলা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে শরিফুলকে পাচ্ছে না বাংলাদেশ।
চোট নিয়ে যখন অনিশ্চয়তায় শরিফুলের বিশ্বকাপ; তখন বিশ্বকাপ সামনে রেখে শরিফুলকে নিয়ে করা ভিডিও প্রকাশ করেছে বিসিবি। গ্রিন রেড স্টোরিতে শরিফুল জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে তার ভাবনার কথা। সেই সঙ্গে জানিয়েছেন তার চোখে অধিনায়ক শান্ত ঠিক কেমন।
বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে স্বপ্ন পূরণের কথা জানিয়ে শরিফুল বলেন, ‘জাতীয় দল, বিপিএল, ডিপিএলে তাসকিন ভাইয়ের সঙ্গে খেলেছি, মুস্তাফিজ ভাইয়ার সঙ্গে খেলা হয়। যখন ছোট ছিলাম, ভাবতাম কবে তাদের সঙ্গে খেলব। এখন একই দলে খেলা হয়, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে।’
জাতীয় দলের কোন সিনিয়র ক্রিকেটার সবচেয়ে বেশি মিশে জুনিয়রদের সঙ্গে। এমন প্রশ্নে শরিফুল বেছে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। তার মতে, ‘রিয়াদ ভাই সবার সঙ্গে সবচেয়ে ভালো মিশে। মনেই হয় না উনি আমাদের চেয়ে বয়সে অনেক বড়। পুরো দলকে চাঙ্গা করে রাখেন। মনে হয় যে অনেক দিন ধরে আমরা একসঙ্গে জাতীয় দলে খেলছি।’
সম্প্রতি বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই অধিনায়ক নাজমুল শান্ত। বিশ্বকাপেও শান্তর কাঁধে থাকছে নেতৃত্বের ভার। অধিনায়ক হিসেবে শান্তকে মূল্যায়ন করতে গিয়ে শরিফুল বলেন, ‘শান্ত স্বাধীনতা দেয়। দলের সবাই শান্তকে পছন্দ করে। আমাদের মধ্যে সিনিয়র-জুনিয়র বলতে কিছু নেই, সবাইকে ফ্যামিলি হিসেবে দেখি।’